বিনোদন ডেস্ক : বলিউডে কান পাতলেই বেশ কয়েকজন তারকার নাম অনায়াসে উঠে আসে পরকীয়া প্রসঙ্গে। সে অমিতাভ বচ্চনই হোক বা শাহরুখ খান। সেই তালিকাতে নাম রয়েছে অজয় দেবগনেরও। জীবনে একাধিক জটিলতা, বিতর্কের মাঝে বার বার যে নামটা তার নামের পাশে বসিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে তা হল কঙ্গনা রানাওয়াত। কাজলের সঙ্গে অজয় দেবগনের সম্পর্কের গভীরতা মাপার প্রয়োজন নেই, বি-টাউনে নিজেদের সম্পর্কের দাপট তারা ইতিমধ্যেই প্রমাণ করেছেন।
তবে সব সম্পর্কের মতই কঠিন পরিস্থিতি দিয়ে যেতে হয়েছিল তাদেরও। কারণ অজয়ের জীবনে তখন নতুন প্রেমের ঝড়। ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অজয় আর কঙ্গনা। খবর সামনে উঠে আসে, একসঙ্গে গোপনে ডেট করছেন এই দুই তারকা। সে ঘনিষ্ঠতার খবর পৌঁছায় কাজলের কাছেও। দেবগণ দম্পতির দুই সন্তান যুগ আর নায়সা তখন একদমই ছোট। কঙ্গনাকে নিয়ে দুইজনের অশান্তি নাকি এমন চরমে চলে যায় যে কাজল বাড়ি ছেড়েই চলে যেতে চেয়েছিলেন। হুমকি দেন, দুই শিশু সন্তানকে নিয়েই অজয়ের সংসার ছেড়ে চলে যাবেন তিনি।
এরপরই হুঁশ ফেরে অজয়ের। ভাঙতে বসা সংসার ফের জোড়া লাগাতে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা। তিনি বলেন, পরকীয় হয় না, এটা তো বলছি না, হয় নিঃসন্দেহে। কিন্তু মিডিয়া দুটো মানুষকে একসঙ্গে দেখলে এমনভাবে খবর করে, যা নিঃসন্দেহে সমস্যা সৃষ্টি করে ব্যক্তিগত জীবনে। অজয় দেবগণের কথায়, তিনি কাজ ভালবাসেন। তিনি সময় অনুযায়ী কাজে যান, আর ঠিক সময় মতই বাড়ি ফিরে আসেন। যদিও সমস্যা কোথাও গিয়ে থেকেই যায়। কারণ একটাই, রাতারাতি ছড়িয়ে পড়া এই সম্পর্কের খবর পরিবারের ওপর যেভাবে প্রভাব ফেলে, তা কোথাও গিয়ে যেন মানসিক অশান্তির সৃষ্টি করে।
অশান্তি কী ভাবে মিটেছিল শেষ পর্যন্ত তা জানা যায়নি আর। তবে কাজল অজয়কে ছেড়ে যাননি। বলিউডের সুখী দম্পতি একসঙ্গে রয়েছেন ২৩ বছর হলো। বড় হয়ে গিয়েছে যুগ-নায়সা। অভিনয়ে ফিরেছেন কাজলও। আর ৫৩ বছরের অজয় দাপটে অভিনয়ের পাশাপাশি এখন সমান ব্যস্ত নিজের প্রযোজনা সংস্থা নিয়েও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।