আবারও ব্যর্থ কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক : ব্যর্থতা যেন ছায়াসঙ্গী হয়ে গেছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। অভিনেত্রী সর্বশেষ কবে হিটের মুখ দেখেছেন, সেটা বলাই মুশকিল! একের পর এক চলচ্চিত্র এনেও বক্স অফিসে ব্যর্থ হচ্ছেন কঙ্গনা। সদ্যই মুক্তি পেল কঙ্গনার চলচ্চিত্র ‘তেজাস’। ২৭ অক্টোবর মুক্তি পাওয়া চলচ্চিত্রটিতে তেজাস গিল নামে একজন বায়ুসেনা অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী।

কঙ্গনা রানাওয়াত

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটিও হলে দর্শক টানতে ব্যর্থ। প্রাথমিক অনুমান অনুসারে, ‘তেজাস’ প্রথম দিনে সারা দেশে মাত্র ১.২৫ কোটি রুপি আয় করেছে। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, ফিল্মটি তার প্রথম দিনে পিভিআর, আইনক্স ও সিনেপোলিসের মতো জাতীয় চেইনগুলোতে রাত ১০টা পর্যন্ত ৭৬ লাখ রুপি আয় করেছে।

তরণ আদর্শ আরো জানান, ধীরগতির শুরুর পরে সন্ধ্যায় দর্শক উপস্থিতি বাড়তে দেখা গেছে এবং আশা করা যাচ্ছে সিনেমাটির আয় বাড়বে।

এই মুহূর্তে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ‘তেজাস’ কঙ্গনার একনাগাড়ে পঞ্চম হিন্দি-ভাষার সিনেমা হিসেবে ফ্লপ হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। ‘ধাকাড়’ (২০২২), যার উদ্বোধনী আয় মাত্র ৫৫ লাখ ছিল, ‘থালাইভি’ (২০২১), যেটি ৩২ কোটি রুপি আয় করেছিল প্রথম দিন, ‘পাঙ্গা’ (২০২০) এবং ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ (২০১৯) সিনেমা দুটিও প্রথম দিনেই বক্স অফিসে ব্যর্থ হয়। ২০১৯ সালে তার ঐতিহাসিক ড্রামা ‘মণিকর্ণিকা’ প্রেক্ষাগৃহে হিট হয়েছিল, যা তার সর্বশেষ হিট।

চাহিদা মেটাতে কোটি টাকা দিয়ে নীতা আম্বানি কিনলেন এই ডল, সমালোচনার ঝড়

‘তেজাস’ রচনা ও পরিচালনা করেছেন সর্বেশ মেওয়ারা এবং প্রযোজনা করেছেন রনি স্ক্রুওয়ালা। কঙ্গনা ছাড়াও এতে অভিনয় করেছেন আনশুল চৌহান, বরুণ মিত্র, আশিস বিদ্যার্থী, বিশাক নায়ার, কাশ্যপ শাঙ্গারি, সুনীতি ট্যান্ডন, রিও কাপাডিয়া, মোহন আগাশে ও মুশতাক কাক। অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে তামিল চলচ্চিত্র ‘চন্দ্রমুখী ২’-এ। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় তারকা রাঘব লরেন্স।

সূত্র : ইন্ডিয়া টুডে