কঙ্গনাকে থাপ্পড় মারতে চান পাকিস্তানি অভিনেত্রী

পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত। কোনো না কোনো বিষয় নিয়ে বছর জুড়ে আলোচনায় থাকেন তিনি। হয় কারো সঙ্গে ঝগড়া করেন, নয়তো বা কোনো বিস্ফোরক মন্তব্য করে বসেন। এবার কঙ্গনার সঙ্গে দেখা করে তাকে থাপ্পড় মারতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন পাকিস্তানের টিভি অভিনেত্রী নওশীন শাহ।

পাকিস্তানি অভিনেত্রী

সম্প্রতি পাকিস্তানের একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন নওশীন শাহ। আলাপচারিতার শুরুতে এ অভিনেত্রী বলেন, ‘আমি একজনের সঙ্গে দেখা করতে চাই।’ সঞ্চালক জানতে চান কার সঙ্গে? নওশীন বলেন, ‘কঙ্গনা।’ সঞ্চালক বলেন, ‘বলিউডের কঙ্গনা রাণৌত?’ জবাবে নওশীন বলেন, ‘হ্যাঁ।’ কারণ জানতে চাইলে নওশীন বলেন, ‘ওর সঙ্গে দেখা করে ওকে থাপ্পড় মারতে চাই।’ এ কথা শুনেই হাসিতে ফেটে পড়েন সঞ্চালক।

এরপর কারণ ব্যাখ্যা করে নওশীন বলেন, ‘সে যেভাবে আমার দেশ ও দেশের সেনাবাহিনী সম্পর্কে বাজে মন্তব্য করে, আমি তার সাহসের জন্য স্যালুট করি। তার কোনো জ্ঞান নেই। কিন্তু দেশ নিয়ে কথা বলে। তা-ও অন্য দেশ নিয়ে কথা বলে। নিজের দেশের প্রতি নজর দাও, নিজের অভিনয়ের দিকে নজর দাও, নজর দাও নিজের বিতর্ক ও প্রাক্তন প্রেমিকের দিকে।’

কঙ্গনার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে নওশীন বলেন, ‘তুমি কীভাবে জানো পাকিস্তানি সেনাবাহিনী পাকিস্তানের মানুষের সঙ্গে খারাপ আচরণ করে? তুমি কি আমাদের সংস্থা সম্পর্কে জানো? সংস্থাগুলো আমাদের, সেনাবাহিনী আমাদের— অথচ আমরা জানি না, তুমি জানো। সত্যি বলছি, আমি তার সঙ্গে দেখা করতে চাই।’

লালমনিরহাটের পূজামণ্ডপে আর্জেন্টিনার কনস্যুলার

কঙ্গনার প্রশংসা করে নওশীন বলেন, ‘অভিনেত্রী হিসেবে কঙ্গনা মেধাবী। সে দেখতে খুবই সুন্দরী, চমৎকার একজন নারী। কিন্তু আমি দুঃখিত। কারণ যখনই অন্য মানুষ ও দেশের প্রসঙ্গ আসে, তখন সে খুবই খারাপ।’