কঙ্গনাকে পেলে থাপড়াতে চান এই পাকিস্তানি অভিনেত্রী

পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক : ‘পাকিস্তানকে নিয়ে ওর কোনো ধারণাই নেই। যা মনে আসে তাই বলে দেয়। কঙ্গনার সঙ্গে দেখা হলে ওকে দুটি চড় কষাতে চাই।’— বলিউড অভিনেত্রীকে নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানি অভিনেত্রী নওশীন শাহ।

পাকিস্তানি অভিনেত্রী

কঙ্গনার প্রতি এই অভিনেত্রীর পরামর্শ, অন্যদের দেশ নিয়ে কথা না বলে উনি বরং নিজের অভিনয়, বিতর্ক এবং প্রেমিকদের দিকে মনোযোগ দিক।

ঠিক কী বলেছেন নওশীন শাহ?

সম্প্রতি, পাকিস্তানের মোমিন শাকিবের শো ‘হাদ কর দি’-তে হাজির হয়েছিলেন নওশীন। সেখানে তাকে প্রশ্ন করা হয়, এমন কোনো বলিউড অভিনেতা রয়েছেন কি, যার সঙ্গে তিনি দেখা করতে চান?

এই প্রশ্নের উত্তরেই কঙ্গনার নাম নেন নওশীন। বলেন, ‘উনি (কঙ্গনা) যেভাবে আমার দেশ সম্পর্কে কথা বলেন, ওনার কোনো জ্ঞান নেই, অথচ দেশ নিয়ে কথা বলছে। সেটাও অন্য কারও দেশ নিয়ে। আপনার নিজের দেশের উপর, আপনার অভিনয়ে, আপনার নির্দেশনার দিকে মন দিন… আপনার বিতর্ক এবং প্রাক্তন প্রেমিকদের দিকে মনোনিবেশ করুন।’

কঙ্গনার দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে নওশীন আরও বলেন, ‘আপনি কীভাবে জানলেন পাকিস্তানে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা হয়? আপনি কীভাবে পাকিস্তান সেনাবাহিনী সম্পর্কে জানলেন? আপনি কীভাবে আমাদের দেশের এজেন্সিগুলো সম্পর্কে জানেন?’

গ্যাস সিলিন্ডারের নিচে এই ছোট্ট গর্তটি থাকে কেন? অনেকেই বলতে পারেন না

নওশীন বলেন, ‘আমরা তো নিজেরাই জানি না, যে এই এজেন্সিগুলো আমাদের দেশে আছে। সেনাবাহিনী আমাদের দেশের, ওরা এই জিনিসগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন না। এগুলো গোপনীয়, তাই না?’ কঙ্গনাকে তিনি ‘চরমপন্থী’ বলেও অভিহিত করেন।