বিনোদন ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াতের ‘ধাকড়’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি । ‘ধাকড়’ শুধু কঙ্গনা রানাওয়াতের ক্যারিয়ারের নয়, বলিউডের সেরা ফ্লপের তালিকায় ঢুকতে চলেছে।
বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী সিনেমা মুক্তির দ্বিতীয় সপ্তাহে মাত্র ২০টির কাছাকাছি টিকিট বিক্রি হয়েছে। এই দিনে সিনেমার আয় মাত্র ৪ হাজার ৪০০ রুপি। এই খবর সামনে আসামাত্রই হাসির ছড়াছড়ি নেটদুনিয়ায়।
১০০ কটি রুপি বাজেটের নারীকেন্দ্রিক সিনেমা ‘ধাকড়’। সেখানে এখনো ৩ কোটিও ঘরে তোলতে পারেনি কঙ্গনার এই সিনেমা। বক্স অফিসে ‘ধাকড়’যেভাবে মুখ থুবড়ে পড়েছে তা দেখে কোনো ওটিটিই এই সিনেমার স্বত্ব কিনতে চাইছেন না। এমনকি কোনো স্যাটেলাইট চ্যানেলও নয়।
‘কুইন’, ‘ক্রিশ থ্রি’, ‘তন্নু ওয়েডস মন্নু’র মতো হিট সিনেমা উপহার দিয়েছেন কঙ্গনা। তবে ২০১৭ সাল থেকে পড়তে শুরু করে বাজার। ‘রঙ্গুন’, ‘সিমরন’, ‘মনিকর্ণিকা’, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’, ‘পাঙ্গা’, ‘থালাইভি’ ব্যবসা করতে পারেনি বক্স অফিসে।
চলতি বছরে মুক্তির অপেক্ষায় আছে কঙ্গনার ‘তেজাস’ সিনেমা। এখানে মূখ্য চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছে আদৌ কঙ্গনার এই সিনেমা আসবে তো মার্কেটে! ‘ধাকড়’এর খারাপ হাল দেখে কঙ্গনার বলিউড ক্যারিয়ার নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে।
বর্তমানে দর্শকরা ঝুঁকেছেন দক্ষিণী সিনেমাতে। চিত্রনাট্য থেকে শুরু করে অ্যাকশন, একের পর এক সিনেমাকে সুপারহিট করে তুলছে। যার কারণে বলিউডের বক্স অফিসের অবস্থা বেশ কিছুদিন থেকেই করুণ। এবার এই তালিকায় যুক্ত হয়েছে কঙ্গনার নাম। এখন দেখার অপেক্ষা কবে বলিউড ফেরে নিজের ছন্দে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।