কঙ্গনা চড় খাওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত শাবানা

কঙ্গনা রানাউত

বিনোদন ডেস্ক : ভারতের চণ্ডীগড় বিমানবন্দরে নবনির্বাচিত বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউতকে চড় মারার ঘটনায় ভারতজুড়ে চলছে তীব্র সমালোচনা। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার দিনকয়েকের মধ্যেই এয়ারপোর্টে নিরাপত্তাকর্মীর হাতে চড় খেয়েছেন কঙ্গনা।

কঙ্গনা রানাউত

এ ঘটনার পর বলিউড অভিনেত্রী শাবানা আজমি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ‘দুশ্চিন্তার’ কথা জানিয়েছেন। কঙ্গনার প্রতি তার কোনো আবেগ কাজ না করলেও এমন ঘটনা সবার জন্যই আতঙ্কের বলে উল্লেখ করেছেন শাবানা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ করা এক পোস্টে শাবানা লিখেছেন, ‘কঙ্গনার প্রতি আমার কোনো দরদ নেই। তবে ‘সেই চড়’ যারা উদযাপন করছেন, আমি তাদের সঙ্গে যোগ দিতে পারছি না। যদি নিরাপত্তাকর্মীরা এভাবে নিজেদের হাতে আইন তুলে নেয়, তাহলে আমরা কেউই নিরাপদ না।’

মহাতারকা না হলেও মানুষ হিসেবে আমি সফল

গত মঙ্গলবার (৬ জুন) চণ্ডীগড় থেকে দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে কঙ্গনাকে চড় মেরে বসেন কুলবিন্দর কৌর নামের এক সিআইএসএফ কনস্টেবল। সে ঘটনার পর কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়।