জুমবাংলা ডেস্ক : ঘরে অসুস্থ স্বামী। সংসার চলাতে খুবই কষ্ট হচ্ছিল কুমিল্লার বুড়িচংয়ের হতদরিদ্র নারী হালিমা খাতুনের। এ জন্য বর্গা নেওয়া জমিতে এক লাখ টাকা ঋণ নিয়ে আগাম শীতকালীন সবজি চাষ শুরু করেন তিনি। হালিমার স্বপ্ন ছিল সবজি চাষ করে পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাবেন।
কিন্তু হালিমার সেই স্বপ্ন শেষ করে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার ও শনিবার গভীর রাতে দুই দফায় ওই নারীর ক্ষেতের সকল সবজি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকে কান্না থামছে না তার। রবিবার সবজি ক্ষেতে ওই নারীর কয়েকটি কান্নার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি ঘটেছে বুড়িচং উপজেলার পরিহলপাড়া এলাকায়। হালিমা ওই এলাকার হতদরিদ্র ইউনুস মিয়ার স্ত্রী।
হালিমা খাতুন বলেন, ২৮ শতক বর্গা জমি চাষাবাদের জন্য এক লাখ টাকা ঋণ নিয়ে সবজি চাষ শুরু করি। গত দেড় মাস আগে পাশের বাড়ির ময়নাল মিয়া ও তার ছেলে সাব্বিরের সাথে ঝগড়া হয়। সে দিন রাতেও ময়নাল ও তার ছেলে লাউ গাছগুলো কেটে দিয়েছিল। তখন গ্রামের লোকদের কাছে বিচার দিলে প্রমাণ না থাকায় কেউ কোন ব্যবস্থা নেয় নি। গত শুক্রবার গাছের পাতা কুড়ানো নিয়ে তাদের সাথে আবারো ঝগড়া হয়। সেদিন রাতে তারা আমার জমির বেগুন গাছ গুলো কেটে দিয়ে যায়। এরপর লোকজনকে বিষয়টি জানাবো বলায় তারা পুনরায় শনিবার রাতে সবজি ক্ষেতের শিম গাছগুলো কেটে দিয়ে যায়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে ওই নারীর জমি পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। ‘
উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে কৃষি কর্মকর্তা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমাকে একটা প্রতিবেদন দিয়েছেন। আর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দেখছি কিভাবে ওই নারীকে সহযোগিতা করা যায়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।