বিনোদন ডেস্ক: শুধু ভারত নয়; সারা বিশ্ব মাতাচ্ছে কন্নড় সিনেমা ‘কেজিএফ ২’। বক্স অফিসে একটার পর একটা রেকর্ড ব্রেক করে চলেছে এটি।
গত ১৪ এপ্রিলে মুক্তির পর মাত্র ১৫ দিনেই হাজার কোটি রুপি আয় করে ফেলেছে স্যান্ডেলউডের এই সিনেমা।
এমন সুসময়ে এলো কঠিন এক দুঃসংবাদ। ছবিটির অভিনেতা কমেডিয়ান মোহন জুনেজা মারা গেছেন।
শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যাঙ্গালুরুর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর।
তার অকাল প্রয়াণে ‘কেজিএফ’ পরিবার শোকে স্তব্ধ। সিনেপ্রেমীরাও শোকে বিহ্বল।
মোহন জুনেজা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ‘কেজিএফ ১’- এও ছিলেন তিনি।‘কেজিএফ ২’ তে তার অভিনয় নজরকাড়া ছিল। নিজের অভিনয়ের জন্য দারুণ প্রশংসা পেয়েছিলেন দর্শকমহলে।
ಕನ್ನಡದ ಖ್ಯಾತ ಹಾಸ್ಯ ನಟರಾದ ಮೋಹನ್ ಜುನೇಜಾ ಅವರ ಆತ್ಮಕ್ಕೆ ಶಾಂತಿ ಸಿಗಲಿ.
ನಮ್ಮ ಕೆಜಿಎಫ್ ಚಿತ್ರ ತಂಡದ ಜತೆಗಿನ ಅವರ ಅವಿನಾಭಾವ ಸಂಬಂಧ ಮರೆಯಲಾರೆವು.
Our heartfelt Condolences to actor Mohan Juneja’s family, friends & well-wishers. He was one of the best-known faces in Kannada films & our KGF family. pic.twitter.com/xDDHanWuY0
— Hombale Films (@hombalefilms) May 7, 2022
ভারতীয় গণমাধ্যমের খবর, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মোহন। দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন অভিনেতা। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ অভিনেতা।
প্রায় এক দশক ধরে তামিল, তেলুগু, মালয়লম ও হিন্দি মিলিয়ে প্রায় ১০০-এর বেশি ছবিতে অভিনয় করেছেন মোহন। কৌতুক অভিনেতা হিসেবে খ্যাতি ছড়িয়েছেন।
একাধিক ধারাবাহিকেও কাজ করেছেন মোহন। ‘চেল্লাটা’ ছবি দিয়ে বেশ পরিচিত পান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।