স্পোর্টস ডেস্ক : কোন সন্দেহ নেই যে, গোটা ভারতেই দেশটির সাবেক ক্রিকেট সেনাপতি ও বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলীর রয়েছে বিশেষ মর্যাদা। ক্রিকেটের বাইরেরও মাঝেমধ্যে রাজনৈতিক অঙ্গনেও তাকে ঘিরে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সব কিছু ছাপিয়ে তিনি এখন মহা ব্যস্ত আইপিএল নিয়ে।
দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলী আবারো শিরোনাম হলেন, হঠাৎ করেই তার নিরাপত্তা বেড়ে যাওয়ায়। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার জানিয়েছে, এখন থেকে সৌরভ আরও একধাপ বেশি নিরাপত্তা দেয়া হবে। কিন্তু কেন এই সিদ্ধান্ত সে সম্পর্কে কিছু বলা হয়নি।
ভারতের অন্যতম ভিআইপি সৌরভ গাঙ্গুলী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার সুরক্ষা বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়েও নতুন করে বলার কিছু নেই। এতদিন ওয়াই ক্যাটাগরি নিরাপত্তার ব্যবস্থা ছিলো তার জন্য। এবার থেকে জেড ক্যাটাগরির সুরক্ষা পাবেন সৌরভ।
সৌরভের সঙ্গে ২৪ ঘন্টা দুজন করে বিশেষ দেহরক্ষী থাকবে। একটি বিশেষ গাড়িও রাখা থাকবে। কলকাতায় ফিরলে নতুন নিরাপত্তা কার্যকর হবে। চাইলে সেই গাড়িতে চেপে যেখানে খুশি যেতে পারেন। এমনকি সৌরভের বাসভবনে উপস্থিত থাকবেন দুই বিশেষ দেহরক্ষী।
কি কারণে তা নিরাপত্তার অভাব হল তা নিয়ে কৌতুহল দানা বেঁধেছে। তার উপর কোনো হুমকি আছে কিনা সেই বিষয়ে জানতে চেয়েছেন অনেকে। ২১ মে জেড ক্যাটাগরির সব সুযোগ সুবিধা পাবেন মহারাজা। ইতিমধ্যেই পুলিশ কর্তারা গিয়ে সৌরভের নিরাপত্তা ব্যবস্থা দেখে এসেছেন।
শুধু পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলেই নয় সৌরভের নাম ছড়িয়ে পড়েছে দিল্লির রাজনীতিতেও। তৃণমূল থেকে শুরু করে বিজেপি সবাই চাইছেন তাকে নিজেদের শিবিরে ভেড়াতে। যদিও সৌরভ এখন নিজ থেকে রাজনীতিতে প্রবেশ করার কোন আগ্রহ দেখাননি।
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর আইপিএলে নাম লেখান সৌরভ। নেতৃত্ব দেন কলকাতা নাইট রাইডার্সকে। খেলেছেন পুনে ওয়ারিয়র্সের হয়েও। সৌরভ সিএবি এবং বিসিসিআই এর সভাপতির পদ সামলে ছিলেন একসময়।
আপাতত সৌরভ দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট। আইপিএল শেষেই জেড ক্যাটাগরি নিরাপত্তা পাবেন তিনি। রাজ্য সরকার থেকেই বাড়ানো হচ্ছে সৌরভের নিরাপত্তা। এরই মধ্যে ডিরেক্টর অফ সিকিউরিটি থেকে অর্ডার গিয়েছে লালবাজারে। তারাও প্রস্তুত।
নতুন ক্যাটাগরিতে ২৪ ঘন্টাই নিরাপত্তা পাবেন সৌরভ। বাড়ি ও তিনি যেখানে যাবেন নিরাপত্তা থাকবে। সব সময় সঙ্গে থাকবে এসকর্ট গাড়ি। জানা গেছে ব্যক্তিগত কারণে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই চেয়েছিলেন নিরাপত্তা বাড়াতে। তাই ওয়াই থেকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেয়া হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।