বিনোদন ডেস্ক : এমনিতে তিনি সদাহাস্যমুখ। ইন্ডাস্ট্রির তারকা থেকে শুরু করে পথ চলতি অনুরাগী, এক গাল হাসি নিয়ে কথা বলেন সকলের সঙ্গে। সেই সারা আলি খানই এ বার বেজায় চটলেন। জানিয়ে দিলেন, পাপারাৎজির ক্যামেরায় ধরা দেবেন না আর।
ঠিক কী ঘটেছিল? কেনই বা হঠাৎ রেগে উঠলেন সাইফ-কন্যা?
বুধবার রাতে মুম্বাইয়ের এক বহুতল ভবন থেকে বেরিয়ে আসতে দেখা যায় সারাকে। তার পরনে ছিল হলুদ রঙের সালোয়ার- কামিজ। মূল দরজা থেকে গাড়িতে ওঠার পথে তাকে ঘিরে ধরে পাপারাৎজির ভিড়। তিনি কেমন আছেন জানতে চাওয়া হলে সহাস্য বদনে উত্তরও দেন সারা। বলেন, “আমি ভালো আছি। ধন্যবাদ।”
সারা যখন ভিড় কাটিয়ে গাড়িতে উঠছিলেন, তখনই এক পাপারাৎজির সঙ্গে ধাক্কা লাগে তার। হইহই রব পড়ে যায় তৎক্ষণাৎ। উচ্চগ্রামে আওড়ানো হয় ‘কে ধাক্কা দিল জাতীয়’ প্রশ্ন। এর পর আর অপেক্ষা করেননি সারা। তড়িঘড়ি গিয়ে বসে পড়েন নিজের বিলাসবহুল গাড়িতে। আরও একবার ছবি তোলানর অনুরোধ করা হয় তাকে।
খানিক অসন্তোষ দেখিয়ে অভিনেত্রী বলেন, “না, আপনারা আমাকে ধাক্কা দিতে থাকেন।” এই ভিডিও প্রকাশ্যে আসতেই সারার পক্ষে কথা বলেছেন অনুরাগীদের একাংশ। একজন লিখেছেন, ‘‘সারা মিষ্টি মেয়ে। ওকে ধাক্কা মারার পরেও খুব ভদ্রভাবে না বলল।’’
জনৈক নেটনাগরিক আবার লিখেছেন, ‘‘মেয়েটি সত্যিই খুব ভালো। ধাক্কা লাগার পরেও মাথা গরম না করে ছবি তুলতে অস্বীকার করল।’’ অনেকেই আবার ক্ষোভ উগরে দিয়েছেন ক্যামেরা হাতে ছবি শিকারিদের উপর। তাদের বক্তব্য, পাপারাৎজির কাজ করা উচিত যথেষ্ট সাবধানতা অবলম্বন করে। অতীতে সারার ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গেও নাকি একই ঘটনা ঘটেছিল।
সারাকে শেষ দেখা গিয়েছিল আনন্দ এল রাইয়ের ‘আতরাঙ্গি রে’ সিনেমাতে। তার সঙ্গে ছিলেন অক্ষয় কুমার এবং ধনুষ। আগামী দিনে ‘লুক্কাছুপি ২’, ‘দ্য ইম্মরটাল অশ্বথামা’র মতো সিনেমাতে দেখা যাবে তাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।