ধর্ম ডেস্ক : রমজান মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর মাস বলেছেন। যে ব্যক্তি রমজান মাসকে যথাযথভাবে পালন করবে, আল্লাহ তাআলা তাঁকে বিশেষ পুরস্কারে ভূষিত করবেন। আসুন, জেনে নিই রমজান মাসের বিশেষ ফজিলত ও পুরস্কারসমূহ।
১. শয়তানকে বন্দী করা
রমজান মাসে আল্লাহ তায়ালা শয়তানকে শৃঙ্খলিত করে রাখেন। ফলে বান্দার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায় এবং নেক আমল করার সুযোগ বৃদ্ধি পায়।
২. নেক কাজের সওয়াব বহুগুণ বৃদ্ধি
এই পবিত্র মাসে প্রতিটি নেক আমলের সওয়াব অনেকগুণ বাড়িয়ে দেওয়া হয়। তাই এই মাসে বেশি বেশি ইবাদতে মনোযোগী হওয়া উচিত।
৩. রোজার মাধ্যমে গুনাহ মাফ
যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে, আল্লাহ তায়ালা তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেন।
৪. তারাবীর মাধ্যমে গুনাহ মাফ
রমজান মাসে তারাবীহ নামাজ আদায় করলে পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করা হয়। তাই এই নামাজকে অবহেলা করা উচিত নয়।
৫. নফল আমলে ফরজের সওয়াব, ফরজ আমলে ৭০ গুণ সওয়াব
রমজানে একটি নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান হয়ে যায়, আর ফরজ ইবাদতের সওয়াব ৭০ গুণ বৃদ্ধি করা হয়।
৬. এক রাতের ফজিলত হাজার মাসের চেয়েও বেশি
এই মাসের শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে ইবাদত করলে দীর্ঘ সময় ইবাদতের সমপরিমাণ সওয়াব লাভ করা যায়।
৭. তাকওয়া অর্জন সহজ হয়
রমজান মাসে আত্মসংযমের মাধ্যমে তাকওয়া অর্জন সহজ হয়ে যায়। আল্লাহর ভয় ও পরহেজগারিতা বান্দাকে নেক আমলের দিকে ধাবিত করে।
রমজান মাস মানুষের জন্য এক বিশাল নিয়ামত। এই মাসে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করলে বান্দা দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র মাসের ফজিলত অনুধাবন করে যথাযথভাবে ইবাদত করার তাওফিক দান করুন। আমিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।