কেন ভেঙে গেল অভিনেত্রীর ২০ বছরের সংসার

শুভাঙ্গি আত্রে

বিনোদন ডেস্ক : দুই দশক পর সংসার ভেঙে গেলো ‘ভাবিজি ঘর পার হ্যায়’খ্যাত অভিনেত্রী শুভাঙ্গি আত্রের। এক বছর আলাদা থাকার পর বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় একাধিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শুভাঙ্গী জানিয়েছেন, পীযূষ এবং তার সম্মতিতে বিচ্ছেদের সিদ্ধন্ত নিয়েছেন। বিয়ে ভেঙে গেলেও মেয়ের দেখাশোনা দুজনেই করবেন।

শুভাঙ্গি আত্রে

শুভাঙ্গি আত্রে বলেন, ‘পারস্পরিক সম্মান, সাহচার্য, বিশ্বাস এবং বন্ধুত্ব। আমরা আমাদের বিভেদ উপলদ্ধি করতে পেরেছি। কিন্তু নিজেদের মধ্যে দ্বিমত সমাধান করতে পারিনি। গত এক বছর আলাদা থেকেছি। দুজনেই বিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু কাজ হয়নি। সর্বশেষ বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নেই।’

শুভাঙ্গি কথায়, ‘এটি এখনো অনেক কঠিন। আমার কাছে পরিবারই প্রথম প্রাধান্য। আমরা সবাই আমাদের চারপাশে পরিবারকে চাই। তবে জীবনের এমন কিছু ক্ষতি আছে, যা কখনো পুষিয়ে নেওয়া যায় না। এত বছরের সম্পর্ক ভেঙে গেলে মানসিক চাপ তৈরি হবেই। এই প্রভাব আমার মধ্যে পড়েছে। তারপরও আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। মানসিক স্থিতিশীলতা প্রয়োজন। আমি বিশ্বাস করি, প্রতিকূল পরিবেশ কোনো না কোনো শিক্ষা দেবেই।’

২০০৩ সালে পিয়ুষ নামে এক ব্যক্তির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন শুভাঙ্গি। বিয়ের দুই বছর পর তাদের সংসারে আছে একটি কন্যা সন্তান। বর্তমানে তার বয়স ১৭ বছর।

সেরা কর্মী বাছাই করে ম্যানেজারদের ছাঁটাই

এ বিষয়ে শুভাঙ্গি বলেন, ‘মেয়ে তার বাবা-মা দুজনের কাছ থেকেই ভালোবাসা ডিজার্ভ করে। আমি তার বাবার ভালোবাসা থেকে তাকে বঞ্চিত করব না। প্রতি রোববার পিয়ূষ মেয়েকে দেখতে আসে।’