ঋষভ শেঠি পরিচালিত এবং অভিনীত বহুল প্রতীক্ষিত ব্লকবাস্টার ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’ বক্স অফিসে দাপটের সঙ্গে এগিয়ে চলেছে। মুক্তির দ্বিতীয় সোমবার অর্থাৎ ১২তম দিনেও ছবিটি তার আয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। যদিও এদিন আয় তুলনামূলকভাবে কিছুটা কমেছে, তবুও ভারতের অভ্যন্তরীণ বক্স অফিসে ছবিটির মোট আয় পৌঁছে গেছে ৪৫১.৯০ কোটি টাকায়।
ট্রেড ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, ছবিটি মুক্তির ১২তম দিনে সব ভাষা মিলিয়ে ১৩.৫০ কোটি রুপি আয় করেছে। এই সাফল্যের ফলে, ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’ ইতিমধ্যেই একাধিক বড় ছবি যেমন সালার (৪০৬.৪৫ কোটি রুপি) এবং বাহুবলি: দ্য বিগিনিং (৪২০ কোটি রুপি)-এর ভারতীয় লাইফটাইম কালেকশনকে টপকে গেছে।
প্রথম সপ্তাহে ছবিটি ৩৩৭.৪ কোটি রুপি আয় করে সবাইকে চমকে দেয়। তার মধ্যে শুধুমাত্র হিন্দি সংস্করণ থেকেই এসেছে ১০৮.৭৫ কোটি রুপি এবং কন্নড় সংস্করণ থেকে এসেছে ১০৬.৯৫ কোটি রুপি। অন্যান্য ভাষাতেও ছবিটির দারুণ সাড়া পড়েছে।
এই মুহূর্তে ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’ ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় ছবিগুলোর মধ্যে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। এটি ইতিমধ্যেই ১২৫ কোটি টাকা আয় করা ‘সু ফ্রম সো’-কে ছাপিয়ে গেছে।
ঋষভ শেঠির এই সিনেমা শুধু কন্নড় ইন্ডাস্ট্রিতেই নয়, সাম্প্রতিক বড় বাজেটের তেলেগু ছবি রাম চরণের ‘গেম চেঞ্জার’ এবং সালমান খানের ‘সিকান্দার’-এর লাইফটাইম কালেকশনকেও ছাড়িয়ে গেছে।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, ছবিটি দ্বিতীয় উইকেন্ডে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আসন্ন দীপাবলির আগেই আরেকটি ছুটির সপ্তাহ পাচ্ছে ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’, যা সিনেমাটির মোট আয় আরও বাড়াতে সাহায্য করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।