কাপ্তাই বাঁধের নিরাপত্তা ও জেলা নিম্নাঞ্চলের বন্যা নিয়ন্ত্রণের জন্য সোমবার (৪ আগস্ট) বিকাল ৩টায় ১৬টি জলকপাট খোলার কথা থাকলেও সেই সিদ্ধান্তটা পরিবর্তন করা হয়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টা পানি ছাড়া হবে বলে জানান কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপক মাহমুদুল হাসান।
তিনি জানান, পানি বৃদ্ধির হার কিছুটা কমেছে। এ ছাড়া এ নিয়ে পাশাপাশি কিছু প্রস্তুতি গ্রহণ করতে হয়। সেসব বিবেচনা করে নতুন করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে রোববার রাতর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হ্রদের পানি বিপদসীমায় পৌঁছে যাওয়া, এবং রাঙ্গামাটির নিম্নাঞ্চলকে বন্যার হাত হতে রক্ষা করতে সোমবার বিকেল ৩টায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেয়ার কথা জানানো হয়। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশনের কথা ছিল।
সোমবার সকালে কাপ্তাই লেকের পানির লেভেল ১০৭.৪৯ এমএসএল (মীনস সি লেভেল) রয়েছে। তবে পানি বৃদ্ধির ধারা এখনো অব্যাহত আছে। যদিও হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএমএল। বাঁধের বয়স বিবেচনায় ১০৭ এমএসএল এর বেশি হলে বিপদসীমা ধরা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।