Advertisement
বিনোদন ডেস্ক : কলকাতার শোবিজের সবচেয়ে আলোচিত জুটি নিসন্দেহে যশ দাশগুপ্ত আর নুসরাত জাহান। তাঁদের প্রেমের খবরটা যেমন চমক ছিল সকলের কাছে, তেমনই তাঁদের বিয়ে বা সন্তান আসার খবরটাও। খুব জলদিই ফের একসঙ্গে কাজ করতে চলেছেন। ছবির নাম শিকার।

ছবির নাম থেকেই স্পষ্ট এটি একটি থ্রিলার ঘরানার ছবি। ছবিতে তাঁদের সঙ্গে দেখা মিলবে ঋতুপর্ণা সেনগুপ্তরও। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। মার্চ থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
সেই ছবিরই প্রেস মিটে ছেলে ঈশানকে নিয়ে আড্ডায় মাতলেন তিনি। এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানালেন, ছেলে নাকি বাবার মতোই দুষ্টু হয়েছে। যশ কথা ঘুরিয়ে বলেন, হ্যাঁ তোমার বাবার মতো। আর তাতে নুসরাতের সহাস্য উত্তর, আমার বাবার মতো কেন হবে, ও ওর বাবার মতোই হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



