বিনোদন ডেস্ক : বর্তমানে বিনোদন অঙ্গনের অর্ধেকটা জুড়েই রয়েছেন তারকা সন্তানেরা। দিন দিন নিজ যোগ্যতায় তারাও জনপ্রিয় হয়ে উঠছেন। নাম উঠছে সম্পদের খাতায়ও। এরই মধ্যে শাহরুখকন্যা সুহানা তার জায়গাটি পাকাপোক্ত হওয়ার লড়াইটা চালিয়েই যাচ্ছেন। জানা গেছে তার টাকার পরিমাণের কথাও।
সিনেমা করার আগে থেকেই পরিচিত মুখ সুহানা খান। তিনি নিয়মিত মডেলিং করেন। তাছাড়া বলিউড সুপারস্টারের মেয়ে হওয়ায় বাড়তি সুবিধাতো রয়েছেই। তবে নিজের কাজে প্রশংসাও কুড়াতে শুরু করেছেন এই স্টারকিড।
সুহানার প্রেমের গুঞ্জনও বলিপাড়ায় নতুন নয়। বলিউড শাহেনশাহ অমিতাভের নাতির সঙ্গে তার সম্পর্ক যেন ওপেন সিক্রেট। ‘দ্য আর্চিজ’ সিনেমা দিয়েই অভিষেক দুই স্টারকিডের।
প্রেমিক অগস্ত্য নন্দাকে শাহরুখের পরিবার বেশ আগলেই রাখেন। তেমনটা আঁচ পাওয়া গেছে প্রকাশ হওয়া নানা ছবিতে। তবে খুব অল্পদিন শোবিজ জগতে এসে কম কোটি টাকার মালিক হয়েছেন সুহানা খান।
জানা গেছে, নিজের আয় থেকেই সুহানা খান ১২ থেকে ১৩ কোটি রুপির মালিক। বলা যায়, শুরুটা ভালোই হয়েছে তার। বিজ্ঞাপনের মুখ হওয়ায় মাসিক আয়ও কম হয় না তার।
তবে জানা গেল অমিতাভের নাতির চেয়েও অনেক বেশি আয় সুহানার। ক্যারিয়ারের শুরু থেকেই মডেলিংয়ে ব্যস্ত তিনি। ফলে তৈরি হয়েছে পরিচিতি। বেশ কিছু ইভেন্টে কাজও করেছেন।
বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত তিনি। এক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ডের মুখ সুহানা খান। সে থেকে বেশ মোটা টাকাই আয় করেছেন এই স্টারকিড।
১/২ জন দিয়ে হবে না, হাজার পুরুষের সঙ্গে রাত কাটাতে চান স্বরা ভাস্কর
অন্যদিকে অগস্ত্য সুহানার মতো এতো টাকার মালিক হয়ে উঠতে পারেননি। তার ঝুলিতে সোহানার মতো এতো টাকা নেই। কিন্তু তাদের সম্পর্কটা অর্থের হিসাবের মধ্যে সীমাবদ্ধ নয়। বন্ধুত্ব হয়ে উঠেছে পারিবারিক আবহের সমীকরণে। কারণ দুই পরিবারে দুজনের যাওয়া আসার কথাও শোনা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।