জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে রাজধানীতে সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার বিএনপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতাসহ দুই শতাধিক নেতা-কর্মীকে জামিন দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক বিচারকেরা পৃথক পৃথক আদেশে এই জামিন মঞ্জুর করেন। বিএনপি জামায়াতের নেতা-কর্মীরাই শুধু নন, এসব মামলায় গ্রেপ্তার প্রায় দেড় হাজারেরও বেশি আসামিকে জামিন দেওয়া হয়েছে একই দিনে।
জানা গেছে, মঙ্গলবার (৬ আগস্ট) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। এ সময় হাজার হাজার ছাত্র জনতা তাকে অভিনন্দন জানাতে জেল গেটে ভীড় করেন।
বিএনপি নেতাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, এখন পর্যন্ত দুই শতাধিক নেতা-কর্মী জামিন পেয়েছেন। অন্যান্য আসামিরাও জামিন পেয়েছেন। তবে সঠিক হিসাব বলা সম্ভব নয়। যাঁদের জামিন আবেদন করা হচ্ছে, প্রত্যেকেই জামিন পাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।