জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ জেলা কারাগারে তুষার নামে এক হাজতি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা কারাগারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন।
জানা যায়, সাংবাদিক ইলিয়াস হত্যা মামলায় তুষার ২০২০ সাল থেকে কারাবন্দি ছিলেন। এরইমধ্যে তুষার হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে মামলাটির কার্যক্রমও শেষ পর্যায়ে ছিল।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন বলেন, চাদর ছিঁড়ে গলায় ফাঁস দিয়েছেন তুষার। কয়েদি ও কর্তব্যরত পুলিশ সদস্যরা ঘটনাটি দেখে তাকে দ্রুত নামিয়ে শহরের জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০১৮ সালে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় শামীম নামে এক যুবকের সঙ্গে তুষারের ঝগড়া হয়। ওই সময় তুষার লাঠি দিয়ে শামীমের মাথায় আঘাত করলে গুরুতর আহত হন শামীম। এ ঘটনায় তুষারের বিরুদ্ধে মামলা দায়ের করেন শামীম। আর সেই মামলা করতে সাংবাদিক ইলিয়াস উসকানি দিয়েছিলেন, এমন ধারণা করতেন তুষার। এসবের জের ধরেই সাংবাদিক ইলিয়াসকে হত্যা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।