‘কারাগার থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলে আবেদন করবে পুলিশ’

police commissioner

জুমবাংলা ডেস্ক : কারাগার থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলে আবেদন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি আরও বলেন, শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে অনেক অভিযোগ আসছে। তাদের কর্মকাণ্ড পুলিশ মনিটরিং করছে।

police commissioner

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডিএমপি সদর দফতরে অনুষ্টিত এই সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরম্নল ইসলাম, ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্।

এসময় পুলিশ কমিশনার জানান, উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে এখনও আটক করা সম্ভব হয়নি। যথাসম্ভব তিনি ভারতে পালিয়ে গেছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলাজনিত কারণে সংশ্লিষ্ট দুইজনকে বরখাস্ত করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশসহ র‌্যাব ও আনসারের পোশাক বদলে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিন বাহিনীর জন্য আলাদা পোশাকের অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর তা কার্যকর হবে। তবে বাহিনী হিসেবে পুলিশের পোশাক বদলালেও তা অন্যান্য ইউনিটে বদলাচ্ছে না, যা আছে তাও থাকছে না। অর্থাৎ বদলে যাওয়া নতুন পোশাকই পরবে পুরো বাহিনীর সদস্য। আমরা সবাই একই পোশাক পরবো। আগের মতো আর ইউনিট অনুযায়ী আলাদা পোশাক থাকবে না।

পুলিশের এই কর্মকর্তা বলেন, লাইসেন্সের আওতায় আনতে না পারলে কোনওভাবেই ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ আর সম্ভব না। ব্যাটারিচালিত রিকশা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে সামনের দিনগুলোতে আর ঘর থেকে বের হতে পারব না।

তিনি বলেন, মন্ত্রণালয়, সড়ক পরিবহনসহ বিভিন্ন জায়গায় একই কথা বলেছি। রিকশা নিয়ন্ত্রণ নিয়ে আমিই বেশি কথা বলেছি, চিঠিও দিয়েছি। এ সমস্যার সমাধানে পরামর্শ দিয়ে তিনি বলেন, এটা নিয়ন্ত্রণে আমাদের পদক্ষেপ নিতে হবে। আমাদের সড়ক, শহরের অবস্থা ক্যাটাসিটি অনুযায়ী এর নিয়ন্ত্রণমূলক অনুমোদন দিতে পারি। আমরা ১০০ বা ২০০ টাকার বিনিময়ে প্রাথমিকভাবে লাইসেন্স ফি নির্ধারণের কথা বলেছি। এটা থাকলে বোঝা যাবে কোনটা বৈধ আর কোনটা অবৈধ। কোনটা ঢাকার আর কোনটা ঢাকার বাইরে থেকে ঢাকা-শহরে ঢুকে যাচ্ছে।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সহ-সভাপতি উমর ফারুক আল হাদী, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দফতর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আইন ও কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, নির্বাহী সদস্য জিয়া খান, ইমরান রহমান, মোহাম্মদ জাকারিয়া।

জামালপুরে আ.লীগ নেতার বাড়িতে গোপন বৈঠককালে আটজনকে আটক

ডিএমপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), এস এন মো. নজরম্নল ইসলাম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট), হাসান মো. শওকত আলী; যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা), মোহাম্মদ নাসিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ), মুহাম্মদ তালেবুর রহমান ও উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন), শাহ মো. আব্দুর রউফ; মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাহাঙ্গীর কবির।