‘মা কোথায়?’ সন্তানদের কঠিন প্রশ্নের মুখে করণ জোহর

karan-johar-kids

বিনোদন ডেস্ক : সিঙ্গেল ফাদার হিসেবে একাই দুই সন্তানকে বড় করছেন বলিউডের আলোচিত নির্মাতা ও প্রযোজক করণ জোহর। তার যমজ সন্তান, যশ এবং রুহি এখন বড় হয়েছে। প্রশ্ন করার মতো জ্ঞান হয়েছে তাদের। তাই বাবার কাছে প্রায়শ তাদের প্রশ্ন ‘আমাদের মা কোথায়?’

karan-johar-kids

২০১৭ সালে সারোগেসির মাধ্যমে করণের সন্তানদের জন্ম হয়েছিল। প্রতিনিয়ত বাবা হিসেবে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় করণকে। সম্প্রতি ফায়ে ডি’সুজার সঙ্গে তার ইউটিউব চ্যানেলের একটি চ্যাটে করণ জানিয়েছেন, কীভাবে তিনি তার মা হিরুকে সঙ্গে নিয়ে সন্তানদের যত্ন নেন। জানান, সন্তানরা তাদের জন্ম সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেছে।

করণ বলেন, ‘এটি একটি আধুনিক পরিবার। একটি অস্বাভাবিক পরিস্থিতি। আমি কার গর্ভে জন্মগ্রহণ করেছি? মাম্মা আসলে মা নন, তিনি আমাদের দাদী। এসবের সম্মুখীন হতে হচ্ছে। আমি ওদের স্কুলের কাউন্সিলের সঙ্গে যোগাযোগ রাখছি কীভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায়। বাবা-মা হওয়া কখনই সহজ নয়।’

‘নীলচক্র’ মুক্তির অপেক্ষায় আছি: মন্দিরা

করণ আরও বলেন, ‘আমি যা করিনি এমন সব কাজ সন্তানরা করুক এটাই চাই। কিন্তু আমার এমন ভাবা উচিত নয়। আমি চাই আমার সন্তান তার নিজের পছন্দের মতো করে বেড়ে উঠুক। ভালো মানুষ হোক। আমার মেয়ে এবং আমার ছেলে দু’জনের জন্যই এটা চাই।’

এরআগেও পেশাগত জীবনের বাইরেও বারবার চর্চায় উঠে এসেছে করণের ব্যক্তিগত জীবন। দুই সন্তানের বাবা হলেও এখনও তিনি অবিবাহিত।