বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম সফল দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। একটা সময়ে এই অভিনেত্রী শহীদ কাপুরের সঙ্গে সম্পর্কে বিভোর ছিলেন। তাদের এই সম্পর্কের কথা প্রায়ই শিরোনামে উঠে আসতো।
কিন্তু হঠাৎই সেই সম্পর্কের ছন্দপতন হয়। সাইফ আসেন কারিনার জীবনে। ‘তাশান’ ছবির শুটিং থেকে তাদের প্রেম শুরু। ২০১২ সালে তারা বিবাহবন্ধনেও আবদ্ধ হন।
বর্তমানে তারা দুই সন্তানের বাবা-মা। কাজের পাশাপাশি সুখে সংসারও করছেন কারিনা। কিন্তু একটা সময়ে কোনো অভিনেতা নন, এক রাজনীতিবিদ কারিনার মনে জায়গা করে নিয়েছিলেন।
সিমি গারেওয়ালের অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, সুযোগ পেলে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে প্রেম করবেন। তিনি এটাও জানিয়েছিলেন যে, তিনি নাকি প্রায়ই রাহুলের ছবির দিকে অপলক তাকিয়ে থাকতেন।
তিনি বলেছিলেন, বলতে পারেন প্রথমবার তারই প্রেমে পড়েছিলাম আমি। জানি এটা বিতর্কিত মন্তব্য। তাই এটা বলা উচিত নাকি উচিত না- সেটা জানি না। তবুও এটা বলবো। আমি অভিনয় পরিবারের মেয়ে। আর তিনি রাজনৈতিক পরিবারের। তাই আমাদের রসায়ন বেশ ভালোই হবে বলে মনে হয়। কারিনার করা এই মন্তব্য বারবার চর্চায় উঠে এসেছে।
কিছুদিন আগেও কারিনা বলেছিলেন, সেই সময়ে রাহুল সত্যিই দারুণ দেখতে ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।