বিনোদন ডেস্ক : কাপুরদের ক্রিসমাস পার্টিতে এ বছর দেখা মেলেনি বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও অভিনেতা সাইফ আলি খানের। কারণ দুই ছেলেকে নিয়ে শহরছাড়া এ তারকা দম্পতি। অবশেষে ক্রিসমাস সেলিব্রেশনের এক ঝলক শেয়ার করলেন কারিনা কাপুর। সাইফের সঙ্গে আদুরে মুহূর্ত থেকে তৈমুর ও জেহর সঙ্গে দুষ্টুমি। বেশ কিছু্ ক্যানডিড মুহূর্ত শেয়ার করে নিয়েছেন এ অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কারিনা কাপুর পরিবারের সঙ্গে তার আনন্দময় ক্রিসমাস উদযাপনের কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন— দুঃখিত আমার ভালোবাসামাখা দিনটি সুখের মানুষ নিয়ে উপভোগ করতে খুব ব্যস্ত ছিলাম। জাদুর সন্ধানে থাকো। হ্যাঁ, ক্রিসমাসের আনন্দে মাতোয়ারা বেবো তাই একদিন দেরিতে ছবি পোস্ট করলেন।
প্রথম ছবিতে ক্রিসমাস ট্রির কাছে কফি উপভোগ করার সময় সাইফ ও কারিনা একে অপরের দিকে অপলকদৃষ্টিতে তাকিয়ে আছেন। আরেক ছবিতে সাইফ ও কারিনাকে তাদের সন্তান তৈমুর ও জেহকে নিয়ে বসে একসঙ্গে ক্রিসমাসের উপহার খুলতে দেখা গেছে।
অভিনেত্রীর পোস্টে আরও দেখা গেছে যে, তৈমুর ক্রিসমাসের উপহার হিসাবে একটি গিটার পেয়েছেন তার সিক্রেট সান্টারের কাছ থেকে। বাবার সামনে সেই গিটার হাতে ধরে খানিক বাকরুদ্ধ সে। সাইফের মতোই সংগীতের প্রতি ঝোঁক রয়েছে তার। অন্য একটি ছবিতে সাইফকে গিটার বাজাতে দেখা গেছে এবং ছেলে তার পাশে চুপটি করে বসে রয়েছে। পোস্টটিতে কারিনা এবং তার বাচ্চাদের মধ্যে একটি সুন্দর ও আরামদায়ক মুহুর্তও ধরা পড়েছে।
কারিনা ও সাইফের ক্রিসমাস সেলিব্রেশনে বাচ্চাদের জন্য একটি বড় চকলেট কেক, সঙ্গে প্যানকেকসহ আরও সুস্বাদু খাবার ছিল। ওয়াইনের বোতলও রাখা ছিল টেবিলে। কারিনার এ ‘সুন্দর পরিবার’ সম্পর্কে উচ্ছ্বাস থামাতে পারেননি ভক্ত-অনুরাগীরা।
এক নেটিজেন মন্তব্য করেছেন—সর্বকালের সেরা দম্পতি। আরেকজন লিখেছেন— কিউটনেস ওভারলোডেড। অন্য আরেক ভক্ত লিখেছেন—এত সুন্দর পরিবার।
উল্লেখ্য, ক্রু ও সিংহাম অ্যাগেইনের মতো হিট ছবির সঙ্গে কারিনার বছরটি দুর্দান্ত কেটেছে। যদিও তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত বাকিংহাম মার্ডারস বক্স অফিসে ভালো পারফর্ম করতে ব্যর্থ হয়েছে, কিন্তু কারিনার অভিনয় দর্শক ও সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে। কারিনাকে এরপর মেঘনা গুলজারের দায়রা ছবিতে দেখা যাবে, এতে পৃথ্বীরাজ সুকুমারনও অভিনয় করেছেন বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।