করিনার প্রশ্ন সৎ মেয়েকে, ‘কখনও কারও সঙ্গে রাত কাটিয়েছো তুমি?’ উত্তরে যা বললেন সারা

কারিনা

বিনোদন ডেস্ক : বলিউডে কাপুর পরিবারের অভিনেত্রী করিনা ব্যক্তিগত জীবনে সাইফ আলী খানকে বিয়ে করেছেন। তাদের সংসার রয়েছে দুই পুত্র সন্তান। এদিকে তার সৎ মেয়ে সারা আলী খানের সঙ্গেও সম্পর্ক বেশ ভালো। ইদানিংকালে তাকে আর ছবিতে দেখা না গেলেও তিনি ‘ইশক’ নামে একটি অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

কারিনা

এই অনুষ্ঠানে নানান অতিথিরা আসেন এবং তাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন অধ্যায় ও সিক্রেট নিয়ে খোলামেলা আলোচনা করেন। এই অনুষ্ঠানের এমন একটি এপিসোডে হাজির হয়েছিলেন সাইফ কন্যা সারা আলী খান। সবাই মনে করেছিল যে, সৎ মেয়ের ক্ষেত্রে হয়তো প্রশ্নগুলো ব্যক্তিগত হবেনা, কিন্তু তেমনটাই হয়েছিল।

বরং করিনা তার সৎ মেয়েকে জিজ্ঞাসা করেছিলেন, “তুমি কারও সঙ্গে রাত কাটিয়েছো কিনা?“ পুরনো এই এপিসোডটি ফের ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এর পাশাপাশি করিনা সারাকে আরও অনেক মজার প্রশ্ন করেন। করিনা জিজ্ঞাসা করেন, সারা তুমি কাউকে কখনো অশ্লীল মেসেজ পাঠিয়েছ কিনা? এই প্রশ্নের জবাবে সারা বলেন, হ্যাঁ।

এই উত্তর শুনে করিনা কাপুর নিছক মজা করে বলেন, আমি তোমার বাবাকে কিন্তু বলে দেবো। জবাবে সারা বলেন, ‘নিশ্চয়ই। আমার ধারণা এই শোটি তিনি দেখছেন।’ এরপর করিনা বলেন, আমি বাড়ি গিয়ে সাইফকে এসব বলব। এরপরই করিনা একটি ব্যক্তিগত প্রশ্ন করে বলেন, “তুমি কি কারো সঙ্গে রাত্রিযাপন করেছ?“ এর উত্তরে সারা বলেন, ‘না’।

রসুনের খোসা ছাড়ানোর সবচেয়ে সহজ উপায়

প্রসঙ্গত, সাইফ আলী খান তার ক্যারিয়ারের শুরুতেই মাত্র ২১ বছর বয়সে অমৃতা সিংকে বিয়ে করেছিলেন, যিনি তার থেকে ১২ বছরের বড় ছিলেন। বিয়ের কয়েক বছর পর সারার জন্ম হয়। তিনিও তার বাবা-মায়ের পথ অনুসরণ করেন অভিনয় জগতে নাম লেখান। ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবিতে নিজের একটি অনন্য পরিচয় তৈরি করেছেন সারা আলী খান।