বিনোদন ডেস্ক : জনপ্রিয়তার সঙ্গে নিন্দাও আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে থাকে তারকাদের জীবনে। বড় পর্দার নায়ক-নায়িকাদের খ্যাতি যতদূর পৌঁছায়, সুযোগ পেলেই তার থেকে আরও বহুদূর পর্যন্ত পৌঁছে যায় তাদের নিয়ে সমালোচনা, কটাক্ষ, নিন্দার আঁচ। সেই নিন্দেমন্দ কারণেই হোক কিংবা অকারণে।
বলিউড তারকাদের মধ্যে এই কটাক্ষের অন্যতম সহজ শিকারের তালিকায় একেবারে প্রথম দিকেই থাকবে সাইফ আলি খান এবং কারিনা কাপুরের নাম। তাদের দুই পুত্র তৈমুর খান এবং জাহাঙ্গীর খান জেহর নামকরণের জন্য বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাদের।
এক সাক্ষাৎকারে সাইফ ফাঁস করেন, সেই কটাক্ষ থেকে বাঁচাতে কারিনা তাকে এক পরামর্শ দিয়ে রেখেছেন, যা তিনি অক্ষরে অক্ষরে মেনে চলেন। আগে ইন্টারনেটে নিজের নাম দিয়ে বিভিন্ন বিষয় সার্চ করতেন সাইফ। নিজের বিভিন্ন সাক্ষাৎকার কিংবা ভিডিওতে চোখ বুলিয়ে নিতেন।
তবে একই সময়ে ইন্টারনেটে সাইফের নাম ফুটে উঠলেই তাকে ঘিরে সমস্ত বিতর্ক ও কটাক্ষও ভেসে উঠত ফোন কিংবা কম্পিউটারের স্ক্রিনে। স্বাভাবিকভাবে তা নজর এড়াতো না অভিনেতার। সেসব খুঁটিয়ে পড়তেনও তিনি। ফলে একরাশ মন খারাপ চেপে ধরতো তাকে।
সে সব লক্ষ্য করে এই মুশকিলের নিদান হিসেবে সাইফের প্রতি কারিনার পরামর্শ, তিনি যেন নিজের সম্পর্কিত কোনো কিছুই আর ইন্টারনেটে খোঁজাখুঁজি না করেন। তাহলে নিজের ব্যাপারে কোনো কটাক্ষই আর চোখে পড়বে। অর্থাৎ না রইল বাঁশ, না বাজবে বাঁশি। অক্ষরে অক্ষরে কারিনার এই পরামর্শ মেনে চলেন সাইফ।
‘বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম চালানোর সুযোগ পাবে না ফ্যাসিবাদী দল’
বলিউডের ছোটে নবাবের কথায়, ‘আজকাল নিজের ব্যাপারে কোনো কিছুই আমি আর নেট ঘেঁটে দেখি না। সেভাবে একদিক থেকে সোশ্যাল মিডিয়ার কিছু ভয়ংকর দিকও আছে। যেমন বোঝাই যায় না কে আক্রমণ করছে, কে গালি দিচ্ছে। একটু বিটকেল ব্যাপার। তার থেকে এই বেশ ভালো আছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।