বিনোদন ডেস্ক : মিড ডেকে দেয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে শহিদ বলেন, ‘ওই ঘটনার পর আমি যেন ধ্বংস হয়ে গিয়েছিলাম। আমার বয়স ছিল মাত্র ২৪, নিজের ব্যক্তিগত ঘটনা ফাঁস হচ্ছে, নিজেকে রক্ষা করতে কিছুই করতে পারছিলাম না। মনে হচ্ছিল, এটা কী হলো!’
এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের অনেক ব্যক্তিগত মুহূর্তের ছবি হরহামেশাই ফাঁস হচ্ছে।
তবে শহিদ আগের চেয়ে এখনকার অবস্থাকে তুলনামূলক ভালো মনে করেন। তার ভাষ্য, এমন যে কিছু হবে, এখন তারকারা সেটা আগে থেকেই জানেন। মজা করে তিনি বলেন, ‘আমাকে নিয়ে কারও আগ্রহ নেই। এখন যাদের বয়স ২৪, তাদের নিয়েই মেতে আছে।’
সেলিব্রেশনের পরিবর্তে অন্যকে টেনে নামানোর চেষ্টা চলছে : ফারুকী
কয়েক বছর প্রেমের পর ২০০৭ সালে শহিদ ও কারিনার সম্পর্ক ভেঙে যায়। আগে স্বীকার না করলেও সম্পর্কে ভেঙে যাওয়ার পর তাদের প্রেম নিয়ে অনেকবারই কথা বলেছেন শহিদ ও কারিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।