জয়া বচ্চনের যে শর্ত মানলেই বচ্চন পরিবারের বউ হতেন করিশ্মা

বিনোদন ডেস্ক : বলিউডের করিশ্মা কাপুর ও অভিষেক বচ্চনের দীর্ঘদিনের সম্পর্কের কথা সকলেরই জানা। অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন দুজনেই নিজেদের বাড়ির বউ হিসেবে মেনেও নিয়েছিলেন করিশ্মাকে। কিন্তু সেই সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পায়নি। কারণ বচ্চন পরিবার থেকে একটি বিশেষ শর্ত দেওয়া হয়েছিল করিশ্মাকে। আর সেই শর্ত না মানতে পারার জন্যই অভিষেক- করিশ্মার বিয়ে ভেঙে যায়। চলুন জেনে নিই কি সেই বিশেষ কারণ।

অভিষেক বচ্চন আর করিশ্মা কাপুর জুটি বেঁধেছিলেন ‘হাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া’ ছবিতে। এটি এই জুটির একমাত্র ছবি। সেই সময় সদ্য বলিউডে পা দিয়েছেন অভিষেক। করিশ্মা তত দিনে নামকরা তারকা। শোনা যায় এই ছবির শুটিং সেটে তাদের প্রেম হয়। ২০০২ সালে মুক্তি পায় ছবিটি। তার আগে ভাঙন ধরে তাদের সম্পর্কে।

কিন্তু অভিষেক- করিশ্মার প্রেম নিয়ে কম চর্চা হয়নি তখনকার সময়ে। সবাই ভেবেই বসেছিল খুব শীঘ্রই বলিউডের দুই প্রভাবশালী পরিবারের মধ্যে সম্পর্ক তৈরি হবে। এমনকি তাদের সম্পর্কের ৫ বছরের মাথায় অমিতাভের ৬০-তম জন্মদিনে অভিষেক ও করিশ্মার বাগদানের কথা ঘোষণা হয়। এমনকি জয়া বচ্চন সেই বছর অভিষেকের জন্মদিনে সাংবাদিকদের সামনে করিশ্মাকে নিজের ভাবী পুত্রবধূ বলেই স্বীকারও করে নেন।

কিন্তু আচমকাই করিশ্মা সঙ্গে অভিষেকের সম্পর্ক ভেঙে যায়। যদিও এই নিয়ে দুই পরিবারই প্রকাশ্যে কখনও মুখ খোলেননি। কিন্তু জানা যায় অভিষেক ও করিশ্মার বিয়ে ভাঙার জন্য একমাত্র দায়ী করিশ্মার মা ববিতা ৷ অভিষেক ও করিশ্মার বিয়ের আগে অমিতাভ বচ্চনকে শর্ত দিয়েছিলেন ৷ এর মধ্যে একটি শর্ত ছিল বচ্চন পরিবারকে বিয়ের আগে অভিষেক বচ্চনের নামে কিছু সম্পত্তি হস্তান্তর করতে হবে। আর ববিতার এই শর্ত মেনে নিতে পারেননি বচ্চন পরিবার।

অন্যদিকে কাপুর পরিবারের কাছে একটি শর্ত রেখেছিলেন অভিষেকের মা জয়া বচ্চনও। শর্তটি ছিল, বিয়ের পর করিশ্মা আর ছবিতে কাজ করবেন না। সূত্র মারফত জানা যায়, এই শর্ত মেনে নিতে পারেননি করিশ্মা। কারণ তিনি তখন বলিউডের নামকরা নায়িকাদের মধ্যে একজন। আর কাপুর ও বচ্চন পরিবার দুজন দুজনের শর্ত না পারার কারণেই তাদের বিয়ে ভেঙে যায়।

এরপর দিল্লির শিল্পপতি সঞ্জয় কপূরকে বিয়ে করেন করিশ্মা। তাদের এক ছেলে এক মেয়ে রয়েছে।যদিও বিয়ের কয়েক বছরের মাথায় স্বামী সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় করিশ্মার। তারপর দীর্ঘদিন অভিনয় জগত থেকে দূরে থাকার পরে ফের বলিউডে ফিরে আসেন করিশ্মা। যদিও সেই ছবিও বক্স অফিসে হিট করেনি। অন্য দিকে ঐশ্বর্যা ও মেয়ে আরাধ্যাকে নিয়ে সুখে সংসার করছেন অভিষেক।