দূর্বল পাঁচ ব্যাংক একীভূত করে প্রতিষ্ঠিত হতে যাওয়া ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিলএসি’র নামে সম্মতিপত্র (এলওআই) দিল বাংলাদেশ ব্যাংক।

বিভিন্ন শর্ত সাপেক্ষে প্রতিষ্ঠানটির নামে রোববার (৯ নভেম্বর) এলওআই ইস্যু করা হয়। প্রস্তাবিত ব্যাংকের সাত সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো— এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক। গত বুধবার সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য এলওআই চেয়ে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে আবেদন করে সরকার।
প্রাথমিক এলওআইর ভিত্তিতে এখন যৌথমূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি) থেকে কোম্পানির লাইসেন্স নিতে হবে। এরপর চূড়ান্ত লাইসেন্স ইস্যু করবে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে সরকারি মালিকানায় ব্যাংকটি পরিচালিত হবে।
প্রাথমিক শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসছেন দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা
জানা গেছে, প্রস্তাবিত ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্য সব সদস্যই সরকারি চাকরিজীবী। অন্যদের মধ্যে সদস্য হিসেবে আছেন– অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম. সাইফুল্লাহ পান্না, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমীন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ। অবশ্য চূড়ান্ত অনুমোদনের সময় ব্যাংকটির পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



