বিনোদন ডেস্ক : বলিউড মানেই লাইট-ক্যামেরা-অ্যাকশন, আলো ঝলমলে এক দুনিয়া। যেখানে তারকাদের উজ্জল উপস্থিতি। কিন্তু, সেই বলিউডের অন্ধকার দিকও রয়েছে। তবে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন কিছু বলিউড ডিভা…
কঙ্গনা রানাওয়াত : বলিউড মানেই গ্ল্যামার দুনিয়া। সেখানে লাইট ক্যামেরা অ্য়াকশনের ছটা যেমন রয়েছে তেমনই ‘অন্ধকার’ দিকের কথাও বারবার উঠে আসে। কাস্টিং কাউচ নিয়ে বিতর্ক কম নেই। অনেকেই বলেন, বলি ডিভাদের নাকি কাস্টিং কাউচের মুখোমুখি হতে হয়। কিন্তু, বলিউডের কিছু তারকা এই যাবতীয় চাপের কাছে মাথা নত করেননি। তাঁদের মধ্যে একজন হলেন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তাঁকে কাস্টিং কাউচের প্রস্তাব দেওয়া হয়েছিল। ‘টাইমস নাও’-কে এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন, “একটি মেয়ের থেকে স্ত্রীর মতো প্রত্যাশা করা হয় সেটে।” এছাড়াও বলিউড এবং কাস্টিং কাউচ নিয়ে একাধিকবার সরব হয়েছেন এই বলি অভিনেত্রী। উল্লেখ্য, বরাবর অকুতোভয় হিসেবেই বলিউডে পরিচিত কঙ্গনা কানাওয়াত। বিভিন্ন বিষয়ে কোনও রাখঢাক না করেই মন্তব্য করেন তিনি।
সানি লিওন : কাস্টিং কাউচের প্রস্তাব পেয়েছিলেন, সূত্রের খবর এমনটাই। যদিও এই কন্যা তা দাপটের সঙ্গে প্রত্যাখান করেন।
সুরভীন : ‘পিঙ্কভিলা’-র সঙ্গে একটি সাক্ষাৎকারে কাস্টিং কাউচ নিয়ে মন্তব্য করেছিলেন সুরভীন। তিনি বলেছিলেন, এক বলিউড ডিরেক্টর তাঁর দেহের প্রতি অংশ দেখতে চেয়েছিলেন। অভিনেত্রী অবশ্য তাঁকে আশকারা দেননি।
মমতা : বলিউডের এক নামী পরিচালকের বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ এনেছিলেন মমতা।
এশা গুপ্তা : বলিউডের খারাপ দিক নিয়ে সরব হয়েছিলেন এই নায়িকাও। তবে ‘কুপ্রস্তাব’ পেয়েও তিনি বসেছিলেন ছবির জন্য কোনও অন্যায় কাজ তিনি করবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।