বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের দেহরক্ষী সড়ক দুর্ঘটনার সম্মুখীন হন। মুম্বাইয়ে দুর্ঘটনার পর দেহরক্ষীকে আহত অবস্থায় বান্দ্রার হিন্দুজা হাসপাতালে নিয়ে যেতে হয়। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সে সময় ব্যস্ততার মধ্যেও প্রায় প্রতিদিন হাসপাতালে ছুটে যেতেন কার্তিক। খবর রাখতেন কখন কী করতে হবে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে কর্মচারীর প্রতি কার্তিকের সে সময়ের দায়িত্বের কথা। হাসপাতালের এক কর্মচারী ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, কার্তিক তাঁর দেহরক্ষীর সঙ্গে প্রতিদিন শুধু দেখাই করেননি; বরং তাঁর সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটাতেন এবং তাঁকে সম্ভাব্য সব উপায়ে সাহায্য করেন। দিনরাত কাছে থেকেছেন।
কার্তিককে সামনে দেখা যাবে কবির খানের পরিচালনায় স্পোর্টস ড্রামা ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায়। এটি ভারতের প্রথম প্যারা অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ফ্রি স্টাইল সাঁতারু মুরলিকান্ত পেটকারের জীবন ঘিরে আবর্তিত হয়েছে। কার্তিক ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ভুবন অরোরা, পলক লালওয়ানি এবং অ্যাডোনিস কাপসালিস। ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।