শাহরুখকে দেখার জন্য মান্নাতের সামনে দাঁড়িয়েছিলেন কার্তিক

Shahrukh-Kartik

বিনোদন ডেস্ক : মুম্বাই শহরে বেড়াতে গিয়ে বলিউড তারকা শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে দাঁড়িয়ে ছবি তোলা একটি রীতি হয়ে উঠেছে। বিশেষ করে শাহরুখ-ভক্তরা এই মান্নাত-এর সামনে ছবি না তুলে বাড়ি ফেরেন না। এমন অভিজ্ঞতা রয়েছে অভিনেতা কার্তিক আরিয়ানেরও।

Shahrukh-Kartik

আজ কার্তিক বলিউডের নামী অভিনেতা। কিন্তু এক সময়ে আর পাঁচজন শাহরুখ ভক্তের মতোই তিনি পৌঁছে গিয়েছিলেন মন্নত-এর সামনে। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্তিক সেই অভিজ্ঞতার কথা জানান। কোনও এক রবিবার বলিউড ‘বাদশা’র বাড়ির সামনে পৌঁছে গিয়েছিলেন ‘চন্দু চ্যাম্পিয়ন’। সেদিনই শাহরুখের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ।

সেই সময়ে শাহরুখকে এক ঝলক দেখাও বেশ কঠিন ছিল কার্তিকের জন্য। কিন্তু মান্নাত-এর সামনে পৌঁছতেই কার্তিক দেখেন, নিজের গাড়িতে চেপে বেরিয়ে যাচ্ছেন অভিনেতা। সেই সময়ে নাকি শাহরুখের চোখে চোখ পড়ে যায় কার্তিকের। সেই দিনটা তাও আজও ভোলেননি অভিনেতা। সুখ স্মৃতিতে সেই দিনটা রেখে দিয়েছেন কার্তিক।

কার্তিক বলেন, “বাড়ির সামনে দিয়ে শাহরুখ যাচ্ছিলেন। আমার মনে হলো, তিনি আমাকে দেখলেন। সেই রবিবার এই বিশেষ ঘটনা ঘটে।” সেই দিন বাদশাকে নিজের চোখে দেখার মনোবাসনা পূর্ণ হয়েছিল কার্তিকের।

কিছু দিন আগেই মুক্তি পেয়েছে ‘চন্দু চ্যাম্পিয়ন’। এই ছবিতে কার্তিকের অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে। আগামীতে ‘ভুল ভুলাইয়া ৩’-তে তৃপ্তি দিমরির সঙ্গে জুটি বাঁধছেন কার্তিক।