২০ কোটি টাকা দিয়ে কার্তিক আরিয়ানকে বিয়ের প্রস্তাব তরুণীর

বিনোদন ডেস্ক: বিয়ে করলেই বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান পাবেন ২০ কোটি রুপি— এমন প্রস্তাব দিয়েছেন তারই এক নারী ভক্ত।

বৃহস্পতিবার (১০ মার্চ) ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন কার্তিক। তাতে দেখা যায়, ‘লুডো’খ্যাত ইনায়াত বার্মা কার্তির সঙ্গে রয়েছেন। সেখানে ইনায়াতকে কার্তিকের সিনেমার সংলাপ বলতে দেখা যায়। কয়েক সেকেন্ডের ভিডিওটি নেটিজেনদের মনে ধরেছে। কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছে এক নারী ভক্তের মন্তব্য।

কমেন্ট বক্সে ওই ভক্ত লিখেন, ‘আচ্ছা, আমাকে বিয়ে করলে আমি আপনাকে ২০ কোটি রুপি দেব।’ এরপর বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। নজর এড়ায়নি কার্তিকেরও। এ প্রস্তাবের জবাব দিয়েছেন তিনি। কমেন্ট বক্সে এ অভিনেতা লিখেন, ‘কখন?’

কার্তিক অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধামাকা’। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ‘ভুল ভুলাইয়া-টু’ ও ‘ফ্রেডি’ সিনেমার শুটিং শেষ করেছেন। বর্তমানে ‘শেহজাদা’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।

রূপের জাদুতে বলিউড নায়িকাদেরও হার মানাবে মিঠুনকন্যা দিশানী, দেখুন বিশেষ কিছু ছবি