কার্তিকের কেনা প্রথম গাড়ির দাম জানলে অবাক হবেন আপনিও

Kartik Aaryan

বিনোদন ডেস্ক : এই মুহূর্তে বলিউডের অন্যতম বিশ্বস্ত অভিনেতা। যাঁর উপর ভরসা রাখছেন পরিচালক প্রযোজক। তবে কার্তিকের এই বলিউড ইন্ডাস্ট্রিতে নাম করার পিছনে রয়েছে দীর্ঘ ১০ বছরের সাফল্য।’ভুল ভুলাইয়া ২’ এর সাফল্য মোড় ঘুরিয়ে দিয়েছে কার্তিক আরিয়ানের কেরিয়ারের। তবে একটা সময় ছিল যখন রেড কার্পেটে যাওয়ার জন্য গাড়ি কেনার সামর্থ্য ছিল না এই সুপারহিট নায়কের।

Kartik Aaryan

এই মুহূর্তে তিনি বলিউডের হিট হিরো। প্রযোজক থেকে পরিচালক আস্থা রাখছেন কার্তিক উপরেই। ‘ভুল ভুলাইয়া ২’ এর সাফল্য মোড় ঘুরিয়ে দিয়েছে কার্তিক আরিয়ানের কেরিয়ারের। সারা বিশ্ব জুড়ে এই ছবি প্রায় ২৩০ কোটি টাকার ব্যবসা করেছে। ছবির প্রযোজক ভূষন কুমার খুশি হয়ে নায়ককে দিয়েছেন পাঁচ কোটি দামের অভিজাত গাড়ি। তবে একটা সময় ছিল যখন কার্তিক এমন গাড়ির কথা কল্পনাতেও ভাবতে না। শুধু তাই নয় টাকা জমিয়ে থার্ড হ্যান্ড গাড়ি কেনেন অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্তিক নিজের স্ট্রাগল ডে এর কথা বলতে গিয়ে জানান, বলিউডে তিনি সবে নতুন, ইন্ডাস্ট্রির ঝাঁ-চকচকে ইভেন্টে পৌঁছতে অটোই ছিল কার্তিকের ভরসা। অনেক সময় পরিচিত গাড়িতে জায়গা পেতেন তিনি।

কার্তিক বলেন “আমি একটি থার্ড-হ্যান্ড গাড়ি কিনেছিলাম। ৬০ হাজার-৬৫ হাজার দাম ছিল গাড়িটার। দরজা খুলতে চাইত না। না কোন স্ট্রাগলের গল্প নয়, আমি নিজেই গাড়ি চালাতাম। রেড কার্পেট ইভেন্টগুলিতে যাওয়ার জন্য গাড়িটি কিনেছিলাম। কোনও ড্রাইভারও ছিল না। অনেক সময় অটো করেও গিয়েছি রেড কার্পেটে।” পরিচালক লভ রঞ্জনের ‘প্যায়ার কা পঞ্চনামা’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন। তারপর ওই একই পরিচালকের ‘সনু কি টিট্টু কি সুইটি’ ছবির সাফল্য কার্তিক আরিয়ানের বলিউডের দরজা খুলে দেয়।

ভুলভুলাইয়া টু-এর সাফল্যের পর কার্তিকের ভক্ত সংখ্যাও হু হু করে বেড়ে গিয়েছে। ফ্লপের গেড়ো থেকে কার্তিকে উদ্ধার করেছে এই হরর কমেডি মুভি ভুলভুলাইয়া টু। কার্তিক আরিয়ান ও সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি সোশ্যাল মিডিয়া পেজে ছবি নিয়ে কথা বলেছেন পরিচালক কবীর খানও। তিনি লেখেন, ‘নতুন ছবির কথা ঘোষণা করতে গিয়ে আমি সত্যিই দারুণ এক্সাইটেড।

এই ছবিতে কার্তিক আরিয়ানকে নতুন রূপে দর্শকের সামনে নিয়ে আসা হবে। সত্যি ঘটনার নেপথ্যে তৈরি হবে ছবির গল্প। লার্জার দ্যান লাইফের ছোঁয়া থাকবে এই ছবিতে। আগামী বছরই সিনেমার শ্যুটিং শুরু হয়ে যাবে। সাজিদের সঙ্গে এটা হবে দ্বিতীয় সংযোজন। এই ছবিটি শুধু পরিচালনাই করছি না, আমরা দুজন একসঙ্গে প্রযোজনাও করছি।’

এতটা প্রশংসা পাবো ভাবিনি : মৌসুমী মৌ

এরপর কার্তিকের দু’টো ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। আল্লু অর্জুন অভিনীত ‘আলা বৈকুণ্ঠপুরামুলো’-র হিন্দি রিমেকে দেখা যাবে তাঁকে। এই ছবি দক্ষিণে ঝড় তুলেছিল। তাই সিনেমা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, কার্তিকের এই ছবিও হিট হতে চলেছে।