বিনোদন ডেস্ক : গত ২০ মে মুক্তি পেয়েছে ‘ভুল ভুলাইয়া-টু’ সিনেমা। আনিস বাজমি পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি। মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এটি।
মুক্তির দ্বিতীয় সপ্তাহে নিজ দাপট ধরে রেখেছে ‘ভুল ভুলাইয়া টু’। এরই মধ্যে শত কোটির ক্লাব পেরিয়ে গেছে এটি। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এক টুইটে বলেন, ‘গত শুক্রবার ৬.৫২ কোটি, শনিবার ১১.৩৫ কোটি, রোববার ১২.৭৭ কোটি রুপি আয় করেছেন ‘ভুল ভুলাইয়া টু’। যার মোট আয় দাঁড়িয়েছে ১২২ কোটি ৬৯ লাখ রুপি।’
আশাবাদ ব্যক্ত করে তরন আদর্শ বলেন—‘দ্বিতীয় সপ্তাহ শেষে সিনেমাটির আয় ১৫০ কোটি রুপির ক্লাব পার করবে; সেটা ১৭৫ কোটি রুপিও হতে পারে।’
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া’ সিনেমার সিক্যুয়েল ‘ভুল ভুলাইয়া-টু’। এতে কার্তিক-কিয়ারা আদভানি ছাড়াও অভিনয় করেছেন টাবু, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রা, রাজেশ শর্মা প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।