কার্তিক এখন অতীত, সারার মন জুড়ে এখন যে আছেন

সারা আলি খান

বিনোদন ডেস্ক : সারা আলি খান তাঁর পাঁচ বছরের কেরিয়ারেই কিন্তু দর্শকদের মন জয় করে নিয়েছেন। তাঁর নমস্তে দর্শকো বলার স্টাইল হোক কিংবা ফ্যাশন সেন্স সব কিছু রয়েছে চর্চায়। এছাড়া সারা ও কার্তিক আরিয়ানের সম্পর্কের খবর বিভিন্ন সময় শোনা যায়। তবে আর কার্তিক নয় সারা মন মজেছে অন্য এক অভিনেতায়। জানেন কে সে?

সারা আলি খান

সারা আলি খান ডেবিউ ছবির সময় থেকেই বার বার লাইমলাইটে ঘুরে ফিরে এসেছেন। তাঁর ডেবিউ ছবি ‘কেদারনাথ’ মুক্তির আগেই বাবা সইফ আলি খানের সঙ্গে আসেন ‘কফি উইথ করণ’-এ। সেই প্রথমবারেই দর্শকদের মন জিতে নেন সারা। এবার শুরু হয়েছে ‘কফি উইথ করণ’-এর সাত নম্বর সিজন। সেখানেই তাঁর ইন্ডাস্ট্রির বেস্টি জাহ্নবী কাপুরের সঙ্গে করণের কাউচে দেখা যাবে নবাব কন্যাকে।

এমনিতেই তাঁর কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে চর্চারঅন্ত নেই। প্রথমবার করণের শো-তে এসেই সারা জানান তিনি কার্তিক আরিয়ানকে ডেট করতে চান। শোনা যায় বেশ কিছু বছর ডেট করেন সারা-কার্তিক।

তারপর খবর আসে ব্রেকআপ হয়ে যায় এই তারকা জুটির। এবার ফের করণ শোতে এসে নিজের মনের কথা জানালেন সারা। কার্তিক নয় সারার মনের দরজা কড়া নাড়ছেন অন্য এক অভিনেতা। ধর্মা প্রোডাকশনের মাধ্যমেই বলিউডে হাতেখড়ি হচ্ছে তাঁর।

আসলে সারা নতুন ক্রাশ হলেল অর্জুন রেড্ডি খ্যাত তারকা ‘বিজয় দেবেরাকোন্ডা’। আপাতত বলিউডের এই স্টার কিডের মন জুড়ে শুধুই এই দক্ষিণী তারকার রাজত্ব। অন্যদিকে জাহ্নবীকে মাঝেমধ্যেই দেখা গিয়েছে বিজয়ের সঙ্গে। সে কথা অবশ্য করণই জানান সারাকে।

তবে কি জাহ্নবীর ক্রাশ বিজয়? সরাসরি প্রশ্ন করে বসলেন সারা। পাশাপাশি প্রাক্তনকে খোঁচা দেওয়ার সুযোগ ছাড়েননি সারা। বলেন, ‘আমার প্রাক্তন সকলেরই প্রাক্তন’। বলিপাড়ার কানাঘুষো এই খোঁচা নাকি কার্তিকের উদ্দেশেই দিয়েছেন সারা।

যদিও সারা নাকি বেজায় চটেছিল করণের উপর তাঁর কার্তিকর সম্পর্কের নিয়ে এক সংবাদমাধ্যমের কাছে মুখ খোলায়। অভিনেত্রীর ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেন, “সারা এর জন্য করণের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেবেন, তা নয়। তবে পরিচালক সারার ব্যক্তিগত জীবনকে এভাবে পাবলিক করে দেওয়ায় বেশ খারাপ লেগেছে তাঁর।”

আলু পোস্ত গার্ল রিম্পির সঙ্গে জুটি বেঁধে ঝড় তুলবে বাদাম কাকু

ওই ব্যক্তির সংযোজন, “সারা বরাবরই নিষ্ঠাবান অভিনেত্রী। তিনি চান লোকজন তাঁর ছবি বা অভিনয় নিয়ে কথা বলুক। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলুক সেটা তিনি চান না।” ২০১৮ সালে বলিউডে এন্ট্রি নিয়েছিলেন সইফ কন্যা আলি খান। চার বছরে পাঁচটি ছবিতে অভিনয় করেই খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছেন সারা। নিজের অভিনয়ের মাধ্যমে বারবার তিনি মুগ্ধ করেছেন দর্শকদের।

আর নিষ্ঠার মাধ্যমে মন জয় করেছেন পরিচালক, প্রযোজক এবং সহ অভিনেতাদের। ভালো অভিনেতার ছাড়াও নিজেকে ফ্যাশনিস্তা হিসেবে প্রমাণ করেছেন সারা। কার্পেট থেকে বলিউডি পার্টি, সব জায়গাতেই দুর্দান্ত পোশাকে ধরা দিয়েছেন অভিনেত্রী।