কাছে পেতে যে টাকা লাগবে তা দেবার সাধ্য আপনার নেই : স্বস্তিকা

স্বস্তিকা মুখার্জি

বিনোদন ডেস্ক : অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বিতর্ক যেন স্বস্তিকার সমার্থক শব্দ। ভক্তরা বলে, তার মত সাহসী অভিনেত্রী আর দ্বিতীয়টি নেই। সোশ্যাল মিডিয়াতে বেশ নিয়ম করেই বাজে শব্দ তার দিকে ধেয়ে আসে। আবার সেই সবের উত্তরও দেন স্বস্তিকা।

স্বস্তিকা মুখার্জি

সম্প্রতি তেমনই এক প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে।

তন্ময় ঘোষ নামে এক টুইটার ব্যবহারকাঈ স্বস্তিকাকে প্রশ্ন করেন, এক রাতের জন্য কত টাকা নেন? এই টুইটের উত্তরে স্বস্তিকা লিখেন, ‘স্যার, আপনার সেই সামর্থ্য নেই। আপনি কেবল বিনামূল্যে কল্পনা করতে পারেন। তাই সেই চেষ্টাই করুন।’

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাওলির ‘ছাদ’, উপস্থিত হতে পারলেন না অভিনেত্রী