বিনোদন ডেস্ক : বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না।
আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। তবে আজকের যুগে দাড়িয়ে ইউটিউব একটি গুরুত্বপূর্ণ মাধ্যম সকলের কাছেই, তা বলাই বাহুল্য।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেখানে ভাষা কখনোই বাধা হয়ে দাঁড়ায় না তাদের কাছে।
সম্প্রতি তেমনি এক যুবতী, নীলু ময়ূরা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
‘সম্প্রতি মেরা হরিয়ানা’ নামের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল থেকে ১০ দিন আগে নীলু ময়ূরার এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এই মুহূর্তে এই ভিডিওর ভিউজ ৩ লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ভিডিওতে জনপ্রিয় হরিয়ানভি গান ‘মৌজ জামানে মে’এর তালেই দেখা গিয়েছে নীলুকে।
নিজের বাড়ির ছাদেই এই নাচের ভিডিওটি বানিয়েছেন তিনি। ভিডিওটি বানানোর সময় তার পরনে ছিল কালো রঙের হালকা শিফন শাড়ি। ভিডিওতে তার নাচ দেখে এটুকু স্পষ্ট যে তিনি যথেষ্ট দুক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত একজন নৃত্যশিল্পী। আপাতত ১০ দিন আগে শেয়ার হওয়া এই নাচের ভিডিওর সূত্র ধরেই নীলু ময়ূরা নেটনাগরিকদের একাংশের মাঝে প্রশংসিত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।