জুমবাংলা ডেস্ক : জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সামরিক পদক্ষেপের সবুজ সংকেত দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার দেশের তিন বাহিনীর প্রধান, চিফ অব ডিফেন্স অনীল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন মোদি। মোদির নয়াদিল্লির বাসভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক।
এ সময় সশস্ত্র বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে মোদি বলেন, “সন্ত্রাসবাদের ধ্বংসাত্মক আঘাত ভারতের জাতীয় সংকল্প। ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের সক্ষমতার ওপর আমার পূর্ণ আস্থা আছে। কবে, কখন কোন সময় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে হবে সে ব্যাপারে আপনাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে।”
এর মাধ্যমে মোদি জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর ‘সবুজ সংকেত’ দিয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বুধবার মোদি মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (সিসিএস) সঙ্গে আলোচনায় বসবেন। তার আগে মঙ্গলবার শীর্ষ সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা পরামর্শকের সঙ্গে বৈঠক করলেন তিনি।
গত ২২ এপ্রিল পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা হয়। এতে ২৬ জন নিহত হয়। এ ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত। যদিও পাকিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে বন্দুকধারীদের হামলায় ৪০ ভারতীয় সেনা নিহত হয়। এরপর পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালানোর দাবি করে নয়াদিল্লি। তারা বলেছিল, বালাকোটে জইস-ই মোহাম্মদ নামে একটি সশস্ত্র গোষ্ঠীর আস্তানা ছিল। যারা পাকিস্তানের সেনাবাহিনীর সহায়তায় নিজেদের পরিচালনা করে আসছিল এবং সেনাদের হত্যার সঙ্গে জড়িত ছিল। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, নিউজ নাউ
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.