কাঁটা চামচ দিয়ে পান্তা ভাত খেয়ে তোপের মুখে অভিনেত্রী, ভাইরাল ভিডিও

সুদীপা চ্যাটার্জি

বিনোদন ডেস্ক : একটি পাঁচতারা হোটেলের টেবিলে বসে আছেন কলকাতার অভিনেত্রী-উপস্থাপিকা সুদীপা চ্যাটার্জি। তার সামনে ছোট একটি বাটিতে রাখা পান্তা ভাত। তার সঙ্গে রয়েছে আলু মাখা, কাঁচা মরিচ ও ধনিয়া পাতা। কাঁটাচামচ দিয়ে পান্তা ভাত খাচ্ছেন তিনি। খেতে খেতে বাঙালি এই অভিনেত্রী বলেন— ‘প্রথমবার পান্তা ভাত খাচ্ছি।’

সুদীপা চ্যাটার্জি

পাঁচতারা রেস্তোরাঁয় কাঁটাচামচ দিয়ে পান্তা ভাত খেতে খেতে ফেসবুকে লাইভ করেন সুদীপা চ্যাটার্জি। আর সেই ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। যা নিয়ে তোপের মুখে পড়েছেন জি বাংলার ‘রান্নাঘর’খ্যাত সঞ্চালিকা সুদীপা। একে তো কাঁটাচামচ দিয়ে পান্তা খাওয়া, তার উপরে প্রথমবার পান্তা খাচ্ছেন— এ কথা শুনে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।

অর্পিতা দত্ত সুত্রধর লিখেছেন, ‘কি ন্যাকামি! পান্তা ভাত খাচ্ছে কাঁটাচামচ দিয়ে। আবার অর্গাজমের শব্দ।’ সোমা দত্ত দাস লিখেছেন, ‘কাঁটাচামচে পান্তা ভাত। এসব আসে কোথা থেকে। অসহ্য লাগে।’ তনু রিমা লিখেছেন, ‘আমি তো শুনেছি, আপনি খুব খারাপ অবস্থা থেকে উঠে এসেছেন। তারপরও কোনোদিন পান্তা ভাত খাননি? অসহ্য!’

দুর্ধর্ষ ফিচারের সঙ্গে কিলার লুক নিয়ে বাজার কাঁপাতে আসছে বাজাজ ডিসকভার ১৫০ মডেল

অনিন্দিতা বসু লিখেছেন, ‘ভীষণ ন্যাকা আর অহংকারী মহিলা।’ অর্পিতা সরকার লিখেছেন, ‘নাটকীয় মহিলা একটা। আপনাকে অত ন্যাকামো করে আর বলতে হবে না আমরা খাই। ন্যাকুপুষু কলকাতায় বসে পান্তা ভাত খেতে পারেন না, পান্তা ভাত খেতে আহমেদাবাদ গেছেন। যত্তসব!’ সত্যরঞ্জন বর্মণ লিখেছেন, ‘বলছি যে জি বাংলা জানে তুমি গৌহাটিতে বসে কাঁটাচামচ দিয়ে পান্তা ভাত খাচ্ছে? বাঙ্গালি রান্নাঘরের উপর ভরসা রাখবে তো?’ এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।