বিনোদন ডেস্ক : তিন দশকেরও বেশি সময় ধরে দর্শকদের অভিনয়ে মুগ্ধ করে আসছেন কেট উইন্সলেট। সম্প্রতি তিনি জনপ্রিয় টক শো ‘গ্রাহাম নরটন’-এ হাজির হয়ে নিজের অভিনয় জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যা নিয়ে আগে কখনো কথা বলেননি।
কেট উইন্সলেট জানান, ঘটনাটি তার অভিনয়জীবনের প্রথম দিকের, যখন তার বয়স মাত্র ১৮ বছর। ম্যানচেস্টারের একটি নাটকে অভিনয় করার সময় তাকে চরিত্রের প্রয়োজনে মঞ্চে পোশাক খুলতে হয়েছিল। তবে তখনই এক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন তিনি।
অভিনেত্রী বলেন, ‘চরিত্রটি ছিল এক চিকিৎসকের সেক্রেটারির চাকরিপ্রত্যাশীর। নিয়োগ পরীক্ষার অংশ হিসেবে চিকিৎসক আমাকে পোশাক খুলতে বলেন, আমিও নির্দেশ মেনে কাজ করি। তবে ঠিক তখনই প্রচণ্ড বাথরুম পেল, কিন্তু মঞ্চে দাঁড়িয়ে থাকায় কোথাও যেতে পারছিলাম না… সেটি ছিল সত্যিই লজ্জাজনক মুহূর্ত!’
তিনি আরও বলেন, মঞ্চে এমন দৃশ্যের আগে সাধারণত চারপাশে একধরনের পর্দা দেওয়া হতো, যাতে দর্শকরা সরাসরি কিছু দেখতে না পারেন। তবে সেই বিব্রতকর পরিস্থিতি কাটিয়ে অভিনয় শেষ করেই দৌড়ে বাথরুমে যান তিনি।
কেট উইন্সলেটের এই অভিজ্ঞতা শেয়ার করার পর দর্শকরা ব্যাপক মজা পান, আর এটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।