কাঁঠালেরই আরেক জ্ঞাতি ভাই ডুরিয়ানের আইসক্রিমের ক্রেজ রয়েছে সারা বিশ্বে। আমাদের জাতীয় ফল কাঁঠালেরই বা আধুনিক উপস্থাপন বাদ যাবে কেন! রেসিপি আর চমৎকার ছবিগুলো দিয়েছেন সেলিনা শিল্পী
উপকরণ :
* কাঁঠালের রস ১ কাপ
* হুইপিং ক্রিম আধা কাপ
* ঘন তরল দুধ ১ কাপ
* গুঁড়া দুধ ২ টেবিল চামচ
* পাউডার চিনি স্বাদমতো
* বাদাম কুচি ৩ টেবিল চামচ
* কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
প্রণালি :
প্রথমে চুলায় একটি প্যানে দুধ দিয়ে ফোটাতে হবে এবং একটানা নাড়তে হবে। এভাবে দুধ আরও ঘন হয়ে এলে এতে গুঁড়াদুধ মিশিয়ে যখন ক্রিম বা ক্ষীরের মতো হয়ে আসবে তখন চুলার আগুন নিভিয়ে দিয়ে ঠান্ডা করে নিতে হবে।
এরপর হুইপিং ক্রিমের সঙ্গে পাউডার চিনি মিশিয়ে বিট করে নিয়ে ক্রিম তৈরি করতে হবে। এতে কাঁঠালের রস আলতোভাবে ধীরে ধীরে মেশাতে হবে। বাদাম কুচি দিতে হবে এ পর্যায়ে। যদি হুইপিং ক্রিম হাতের কাছে না থাকে, তাহলে কনফ্লাওয়ার মিশিয়ে তরল দুধটাকে আরও ঘন ও ক্রিমি করে নিতে হবে।
এবার আইসক্রিম মোল্ডে মিশ্রণ ঢেলে নিয়ে ফ্রিজারে রাখতে হবে ৮-১০ ঘণ্টা। খুব সতর্কতার সঙ্গে মোল্ড থেকে কাঠিসহ আইস ললি বের করে ওপরে বাদাম ছড়িয়ে পরিবেশন করতে হবে।
কাঁঠালে রয়েছে অনেক পুষ্টিগুণ। অথচ বাচ্চারা সহজে কাঁঠাল খেতে চায় না। এভাবে আইসললি তৈরি করে দিলে সবাই অত্যন্ত আগ্রহ করে খাবে৷
সূত্র : হাল ফ্যাশন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।