লাইফস্টাইল ডেস্ক : ‘কাঁঠাল পাতা দিয়েই চারা গজাবে কাঁঠাল গাছের, হবে বাম্পার ফলন’ শিরোনামে একটি প্রতিবেদন গত ৭ অক্টোবর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল জুমবাংলা নিউজের লাইফস্টাইল ক্যাটাগরিতে প্রকাশিত হয়েছে। পরে এটি পোর্টালটির ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট করা হয়।
পরবর্তীতে পাঠকের মন্তব্যের ভিত্তিতে জুমবাংলা নিউজ কর্তৃপক্ষ চেক করে দেখেছে যে, প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ভিডিও ও তথ্যের কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ নেই। তাই এই নিউজটিকে মিথ্যা বলে গণ্য করা হচ্ছে।
ডিসক্লেইমার : সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা না বলে ‘বিভ্রান্তিকর’ তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদনটি প্রকাশ করায় জুমবাংলা কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। ভবিষ্যতে এরকম প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে জুমবাংলা আরও সতর্কতা অবলম্বন করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।