বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার, ১৯ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার এই আদেশ দেন। একইসঙ্গে তার জামিন শুনানির তারিখ আগামী ২২ মে ধার্য করা হয়েছে।
আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুনানিকালে নুসরাত ফারিয়া কাঠগড়ায় নীরব অবস্থায় দাঁড়িয়ে ছিলেন। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, নুসরাত ফারিয়া একজন ফ্যাসিস্টের দোসর। এ সময় তাকে চোখ মুছতে দেখা যায়।
এর আগে গতকাল, ১৮ মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তরের পর ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ঢাকার ভাটারা এলাকায় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ মোট ১৭ জন চলচ্চিত্র তারকাকে আসামি করা হয়।
এই মামলার বিষয়ে জানা যায়, গত ২৮ এপ্রিল আদালতের নির্দেশে পরদিন ভাটারা থানায় মামলা নথিভুক্ত হয়। মামলার নথিপত্র অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন এবং তিন থেকে চারশো অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন এনামুল হক।
ওই মামলায় দাবি করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে নুসরাত ফারিয়ার ভূমিকা ছিল। ফলে তাকেও এই মামলার অন্যতম আসামি করা হয়।
চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সংক্ষিপ্ত পরিচিতি
নুসরাত ফারিয়া ক্যারিয়ার শুরু করেন রেডিও জকি (আরজে) হিসেবে। এরপর ২০১৩ সালে তিনি উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং কিছু নাটকেও অভিনয় করেন। বড়পর্দায় তার অভিষেক ঘটে ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ এর মাধ্যমে। প্রথম সিনেমাতেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেন তিনি।
এরপর তিনি ঢালিউড ও টলিউড মিলিয়ে প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন। নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘জ্বিন ৩’ সিনেমায়।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.