জুমবাংলা ডেস্ক: পদ্মা নদীতে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে বিশাল এই মাছটি ধরা পরে। শনিবার (৭ মে) রাতে স্থানীয় এক জেলের জালে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে।
গোয়ালন্দের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘রবিবার সকাল ৯টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে পদ্মা নদী থেকে ২০ কেজি ওজনের কাতল মাছটি ১৩শ’ টাকা কেজি দরে ২৬ হাজার টাকায় কিনি। পরে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে ১৪শ’ টাকা কেজি দরে ২৮ হাজারে বিক্রি করেছি।’
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান জানান, বর্তমানে পদ্মা নদীর পানি কমে যাওয়ার কারণে যমুনার মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে ধরা পড়ছে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।
অবিশ্বাস্য! টয়লেটের প্যানে বসতেই সন্তান প্রসব মায়ের, পাইপ ভেঙে জীবিত উদ্ধার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।