ক্যাটরিনার বোনের সঙ্গে শাহরুখ পুত্র আরিয়ানের প্রেমের গুঞ্জন

ক্যাটরিনার বোনের সঙ্গে

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের পুত্র যেহেতু, তাই খবরের শিরোনামে হামেশাই থাকেন আরিয়ান খান । কিন্তু গতবছরের শেষের দিকে মাদক কাণ্ডে তাঁকে যখন গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, তখন তাঁকে ঘিরে সাধারণ মানুষের জানার আগ্রহ আরও বেড়ে গিয়েছে। মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার পর প্রায় এক মাস তাঁকে জেলে কাটাতে হয়। দীর্ঘ আইনি জটিলতার পর এক মাস বাদে জামিনে ছাড়া পান তিনি। জামিনের একাধিক শর্ত মানতে হয় তাঁকে।

ক্যাটরিনার বোনের সঙ্গে

যদিও জামিনে ছাড়া পাওয়ার কয়েক মাস পরই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দলের পক্ষ থেকে আরিয়ান খানকে ক্লিনচিট দেওয়া হয়। সম্প্রতি ক্যাটরিনা কাইফের বোনের সঙ্গে পার্টিতে দেখা গেল শাহরুখ পুত্রকে। দুজনের একসঙ্গে পার্টি করার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সম্পর্কের গুঞ্জন রটল।

সম্প্রতি অভিনেত্রী শ্রুতি চৌহান তাঁর জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। সেখানেই ক্যামেরাবন্দি হলেন আরিয়ান খান। শ্রুতির পোস্ট করা ছবিতে আরিয়ান ছাড়াও দেখা মিলছে ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলা কাইফ, টিভি অভিনেতা কর্ণ টকর এছাড়াও ছোট পর্দার আরও বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে। কালো টি শার্ট, ডেনিম জিনস এবং হলুদ জ্যাকেট ছিল আরিয়ানের পরনে। আরিয়ান এবং ইসাবেলার একসঙ্গে পার্টি করার ছবি ভাইরাল হতে সময় নেয়নি। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের জোর গুঞ্জন দুজন একে অপরের সঙ্গে ডেটিং করছেন।

প্রসঙ্গত, অভিনেতা হিসেবে নয়, বরং ছবি নির্মাতা এবং লেখক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে শাহরুখ পুত্র আরিয়ান খানের। ক্যামেরার সামনে থাকার পরিবর্তে এই মুহূর্তে ক্যামেরার পিছনকেই বেছে নিয়েছেন এই স্টার কিড।

রেস্টুরেন্টে যেয়ে ক্যামেরাবন্দি শুভমন ও সারা

শীঘ্রই তাঁকে ছবি নির্মাতার ভূমিকায় দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে। যদিও অফিশিয়ালি এখনও পর্যন্ত কিছুই ঘোষণা হয়নি। অন্যদিকে, ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলার বলিউডে আত্মপ্রকাশ হয়ে গিয়েছে। তাঁকে শীঘ্রই দেখা যেতে চলেছে নাম ঠিক না হওয়া একটি ছবিতে। নেটিজেনরা এখন দেখার অপেক্ষায় যে, দুজনের সম্পর্কের জল কতদূর গড়ায়।