ক্যাটরিনার ভাইয়ের সঙ্গে ইলিয়েনার প্রেমের গুঞ্জন

ক্যাটরিনার ভাই

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ। ব্যক্তিগত প্রেমের সম্পর্ক নিয়ে অনেকবারই আলোচনায় এসেছেন। শোনা যাচ্ছে, অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাইয়ের সঙ্গে প্রেম করছেন তিনি।

ক্যাটরিনার ভাই

গতকাল (১৬ জুলাই) ছিল অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ৩৯তম জন্মদিন। বিশেষ দিনটি পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে কাটিয়েছেন তিনি। জন্মদিনের পার্টিতে ক্যাটরিনা সঙ্গে ছিলেন তার স্বামী ভিকি কৌশল। এছাড়া ভিকির ভাই সানি কৌশল, ভাইয়ের কথিত প্রেমিকা শর্বরী ওয়াহ, ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ান লরেন্ট মাইকেল, এই অভিনেত্রীর বোন ইসাবেলা কাইফ, অভিনেতা আনন্দ তিওয়ারি, মিনি মাথুর, অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজসহ অনেকে।

এদিকে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে জন্মদিনের পার্টির একটি ছবি নিয়ে শুরু হয়েছে কানাঘুষা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গুঞ্জন উঠেছে— ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ানের সঙ্গে নাকি প্রেম করছেন ইলিয়েনা। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক নায়কের সঙ্গে ইলিয়েনার প্রেমের গুঞ্জন শোনা গেছে। তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রভাস। তবে তারা দু’জনই এই গুঞ্জন অস্বীকার করেছেন। যদিও পরবর্তী সময়ে ইলিয়েনা এক সাক্ষাৎকারে জানান, তিনি দক্ষিণের এক সুপারস্টারের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু পরে তার কাছে প্রতারিত হয়েছেন।

বলিউডে নতুন সুন্দরী নায়িকার সঙ্গে যশের নতুন ইনিংস

সিনেমা জগতের বাহিরে অস্ট্রেলীয় ফোটোগ্রাফার অ্যান্ড্রু নিবোনের সঙ্গে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন ইলিয়েনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যান্ড্রুকে তার স্বামী বলেও পরিচয় দিতেন এই নায়িকা। যদিও তাদের সেই সম্পর্কও টেকেনি।