নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ জানালেন, তিনি মা হতে চলেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’
ছবিতে ক্যাটরিনাকে সাদা রঙের পোশাকে দেখা গেছে, বেবি বাম্পকে আলতো করে ছুঁয়ে আছেন ভিকি।
কয়েক মাস ধরেই গুঞ্জন ছড়িয়েছে, বাবা-মা হচ্ছেন ক্যাটরিনা ও ভিকি। এর মধ্যে সোমবার সন্ধ্যায় ‘হোমবাউন্ড’ সিনেমার প্রিমিয়ারে একা হাজির হয়েছিলেন ভিকি। এরপর বিষয়টি নিয়ে গুঞ্জনটা আরও খানিকটা ভিত্তি পায়।
এদিকে গুঞ্জনের মধ্যেই এই তারকা দম্পতি জানালেন, তাদের ঘর আলো করে নতুন অতিথি আসছে।
মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই খবর। ভিকি-ক্যাটরিনা আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন। বলিপাড়ার অন্যতম ‘হ্যাপেনিং কাপল’কে শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাট, সোনম কাপুর থেকে রণবীর-দীপিকা, অক্ষয় কুমারসহ আরও অনেকে।
অক্টোবর মাসেই সন্তানের জন্ম হতে পারে বলে জানা গেছে। ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কুশল। রাজস্থানে রাজকীয়ভাবে বিয়ে করেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।