বিনোদন ডেস্ক : বলিউডে প্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাদের বিয়েতে ভক্তরা খুশিতে মেতেছিলেন। এবার আরেকটি নতুন খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ!
সন্তান আগমনের খবরে উচ্ছ্বসিত ক্যাটরিনা-ভিকি। এ অভিনেত্রী এখন দুই মাসের অন্তঃসত্ত্বা। বলিউড পাড়ায় গত কয়েকদিন ধরেই এ গুঞ্জন উড়ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। শুধু ক্যাটরিনা-ভিকি নয়, আনন্দের এ খবর জানার পর দুই পরিবারের সদস্যরাও উচ্ছ্বসিত বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।
শুধু তাই নয়, বেশ কয়েকজন প্রযোজক যারা তাদের ছবির জন্য ক্যাটরিনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন, তারাও নাকি সময়সূচি বদলাচ্ছেন। বলিউড সূত্রে জানা গেছে, ‘মেরি ক্রিসমাস’-এর পর ক্যাটরিনার সব ছবির শুটিং পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ২০২৩ সালে।
সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভিকি জানান, এ খবরের কোনো সত্যতা নেই, পুরোটাই গুজব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।