ক্যাটরিনাকে চমক দিতে যা করলেন ভিকি

ক্যাটরিনা ও ভিকি

বিনোদন ডেস্ক : বিয়ের পর প্রথম করবা চৌথ বেশ ধুমধাম করে পালন করেছেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। বিদেশি বহুরানির দেশি লুক নিমেষে মন জয় করে নেয় সোশ্যাল মিডিয়ার। শুধু স্বামীর সঙ্গে নয়, শ্বশুর আর শাশুড়ির সঙ্গেও ছবি শেয়ার করেন। গোলাপি রঙেপ শাড়ি পরেছিলেন ক্যাটরিনা। শাড়িতে চওড়া জরির পাড় চোখে পড়ার মতো ছিল। সঙ্গে ফ্লোরাল প্রিন্টের কনট্রাস্ট ব্লাউজ। হাতে পঞ্জাবি কনের ‘সুহাগ কি নিশানি’ চূড়া আর সিঁথিতে চওড়া সিঁদুর।

ক্যাটরিনা ও ভিকি

টেক্কা দেওয়া সাজ ছিল ভিকিরও। সাদা রঙের কুর্তা-পাজামা পরেছিলেন তিনি। তবে চমকের এখানেই শেষ নয়, ক্যাটরিনার সঙ্গে তিনি করবা চৌথে উপোসও করেছিলেন। অভিনেত্রী নিজের মুখেই জানালেন সে কথা।

ক্যাটের কথায়, ‘আমার খিদে পেয়ে গিয়েছিল। মুম্বইয়ে রাত ৯.০১ নাগাদ চাঁদ দেখা যাওয়ার কথা ছিল। তবে সেটা হতে হতে রাত ৯.৩৫ বেজে গিয়েছিল। মাথায় মোটামুটি একটা তৈরিই ছিল এরপর কী হতে চলেছে। কিন্তু রাত ৯ টা থেকে ৯.৩০-এর মাঝে আমার খিব খিদে পেয়ে গিয়েছিল। খুব খুব খিদে পেয়েছিল।’

এরপর ভিকির ব্যাপারে ফাঁস করলেন নায়িকা। জানালেন, ‘কিন্তু সবচেয়ে মিষ্টি ব্যাপার হল ভিকিও উপোস করেছিল। এমন না আমি ওকে বলেছি। ও নিজেই করেছিল। আর ওটাই ছিল খুব মিষ্টি একটা ব্যাপার। বিয়ের পর আমাদের প্রথম পুজো… দুর্দান্ত একটা এক্সপেরিয়েন্স।’

গত বছর ডিসেম্বরেই চার হাত এক হয় ভিকি আর ক্যাটরিনা কাইফের। বিয়ের আগে প্রেমের আভাস খুব সামান্যই মিলেছিল। এমনকী, বিয়েতেও ছিল নানা বিধিনিষেধ। গুটিকয়েক অতিথি, বিয়ের মণ্ডপে ফোন নিয়ে যাওয়ারও অনুমতি ছিল না।

এই পানীয়তে লুকিয়ে আছে দীর্ঘজীবি হওয়ার অমৃত সুধা!

ক্যাটরিনাকে এরপর দেখা যাবে ‘ফোন বুথ’ সিনেমায়। ৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা এই হরর কমেডির। এরপর ঝুলিতে আছে মেরি ক্রিসমাস, টাইগার ৩। দম ফেলার ফুরসৎ নেই ভিকিরও। তাঁর হাতেও এখন ‘গোবিন্দ নাম মেরা’, ‘শ্যাম বাহাদুর’, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’র মতো একাধিক ছবি।