ক্যাটরিনাকে নিয়ে ভক্তের প্রশ্নে লজ্জায় ফেটে পড়লেন ভিকি!

ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : মুক্তির জন্য প্রস্তুত ভিকি কৌশল ও সারা আলি খানের সিনেমা ‘জারা হাটকে জারা বাচকে’। ভিকি সম্প্রতি মুম্বাইয়ে চলচ্চিত্রটির প্রচারে যান। সেখানে সিনেমার ট্রেলারও লঞ্চ করা হয়। খবর পিঙ্ক ভিলা’র

ক্যাটরিনা

সারা আলি কান ফিল্ম ফেস্টিভালে অংশ নেওয়ায় ভিকি একাই সিনেমার প্রচার করছিলেন। শুক্রবার (২০ মে) রাতে মুম্বাইয়ের একটি শপিংমলে ভক্তদের সঙ্গে কথা বলেন তিনি।

তিনি যখন মঞ্চে ভক্তদের সঙ্গে কথা বলছিলেন, তখন উপস্থাপক জিজ্ঞাসা করেন, ‘সারা আলিকে কি আপনার মনে পড়ছে? আপনি কি তাকে মিস করছেন?’ উত্তরে অভিনেতা বলেন, ‘সিনেমার প্রচারে সারাকে আমি খুব মিস করছি।’

ঠিক সেই মুহূর্তে দর্শকদের মধ্যে কেউ একজন ভিকিকে জিজ্ঞেস করেন, তিনি ক্যাটরিনা কাইফকে মিস করছেন কিনা। এ সময় ভিকি লজ্জায় ফেটে পড়েন এবং হাসিমুখে উত্তর দেন, ‘ক্যাটরিনাকে সবচেয়ে বেশি মিস করছি।’

রোমান্সে পরিপূর্ণ এই ওয়েব সিরিজ, ভুলেও পরিবারের সামনে দেখবেন না

প্রসঙ্গত, ভিকি ও সারা খান অভিনীত ‘জারা হাটকে জারা বাচকে’ একটি পারিবারিক বিনোদনমূলক চলচ্চিত্র। এটি মুক্তি পাবে আগামী ২ জুন। নির্মাতারা সম্প্রতি সিনেমাটির একটি গান প্রকাশ করেছেন।