ক্যাটরিনাকে ভুলে এখন এই দক্ষিণী অভিনেত্রীর সাথে রোমান্সে সালমান

রাশমিকা-ও-সালমান

বিনোদন ডেস্ক : সালমান খান বলিউডের ভাইজান। তাকে এক ঝলক দেখার অপেক্ষায় তার অগণিত ভক্তমহল অধীর আগ্রহে দিন গোনেন। কারণে অকারণে মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় অভিনেতাকে। শুরুর সময় থেকে এখনো পর্যন্ত বহু বলিউড অভিনেত্রী কিংবা প্রথম সারির মডেলদের সাথে নাম জড়িয়েছে তার।

রাশমিকা ও সালমান

তবে এবার সকলকে ছেড়ে এক দক্ষিণী অভিনেত্রীর সাথে নাম জড়ালো ভাইজানের। তার সাথেই নাকি স্ক্রিন শেয়ার করতে চলেছেন ভাইজান। এ খবর প্রকাশ্যে আসতেই শোরগোল নেটমহলে।

বেশ অনেকদিন ধরেই নো এন্ট্রির সিক্যুয়াল তৈরি হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম ছিল। তবে বনি কাপুরের সাথে ভাইজানের সমস্যার কারণে এই ছবির কাজ শুরু করা সম্ভব হচ্ছিল না। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই ছবির কাজ। আসন্ন এই ছবির অভিনেত্রীর ভূমিকায় দেখা মিলতে পারে, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। আপাততাকে এই ছবিতে অভিনয়ের জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে শেষপর্যন্ত তিনি অভিনয়ের জন্য রাজি হবে কিনা! তার অপেক্ষাতেই রয়েছেন ছবির অন্যান্য কর্মকর্তারা। যদি তিনি অভিনয় করতে রাজি থাকেন তাহলে প্রথমবারের জন্য বলিউডের ভাইজানের সাথে জুটি হিসেবে দেখা মিলবে তার। অপেক্ষায় ভক্তরাও।

উল্লেখ্য, ২০০৫’এ ‘নো এন্ট্রি’ মুক্তি পেয়েছিল বড়পর্দায়। বক্সঅফিসে এই ছবি এক বিপুল ব্যবসা করেছিল, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। ছবিতে সালমান খান ছাড়াও অনিল কাপুর, ফারদিন খান, বোমান ইরানি, লারা দত্ত, বিপাশা বসুর মতো ছিলেন আরো একাধিক নামিদামি বলি অভিনেতারা।

দুই বছর স্থির থাকবে গৃহস্থালি জ্বালানি বিল : লিজ ট্রাস

তবে অবশেষে এই ছবিরই সিক্যুয়াল আসতে চলেছে। তবে শুটিং কবে থেকে শুরু হবে! তা অবশ্য এখনো পর্যন্ত জানানো হয়নি। বলাই বাহুল্য, এই মুহূর্তে ভাইজান ‘নো এন্ট্রি’র সিক্যুয়াল ছাড়াও ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ও ‘টাইগার ৩’ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন।